বিবিসির চুক্তিতে নামটা নেই, কিন্তু হাল চাড়েন নি লিটন দাস। এই ব্যাটসম্যান এবার তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্রিকেটের ট্রিপল সেঞ্চুরির দিকে। সম্ভাবনাও জাগিয়েছিলেন। কিন্তু পারলেন না। কিন্তু আটকে যান ২৭৪ রানে।
বাংলাদেশের প্রথম শ্রেনির ক্রিকেট ইতিহাসে একমাত্র ট্রিপল সেঞ্চুরির মালিক রকিবুল হাসান। ২০০৬-২০০৭ মৌসুমে জাতীয় ক্রিকেট লিগে সিলেটের বিপক্ষে বরিশালের হয়ে অপরাজিত ৩১৩ রান করেন তিনি। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শেষ রাউন্ডের তৃতীয় দিনে বৃহস্পতিবার রাজশাহীতে ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে ২৭৪ রানে আউট হন লিটন। তার ইনিংসটিতে ছিল ৩৫ চার ও ২ ছয়।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ডাবল সেঞ্চুরি পেতে ১৯২টি বল খেলেন লিটন। দুইশ রানে পৌঁছতে ৩০টি চার ও ১টি ছক্কা হাঁকান ইসলামী ব্যাংক ইস্ট জোনের এই ব্যাটসম্যান। ইনিংসের ৭৪ তম ওভারে ইলিয়াস সানির করা প্রথম বলে বাউন্ডারি মেরে ২০০ রান পূর্ণ করেন তিনি।
প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানের দুটি বা এর বেশি ডাবল সেঞ্চুরি রয়েছে লিটন ছাড়া আছে- আবদুল মজিদ, মোসাদ্দেক হোসেন, তুষার ইমরান, অলক কাপালি, মার্শাল আইয়ুব, নাজিমউদ্দিন, রকিবুল হাসান, তাইবুর রহমান, রনি তালুকদার, শাহরিয়ার নাফীস ও এনামুল হক বিজয়ের। মোসাদ্দেক, তুষার ও কাপালির তিনটি করে ডাবল সেঞ্চুরি রয়েছে।
প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস-
রান ব্যাটসম্যান ম্যাচ ভেন্যু মৌসুম
৩১৩* রকিবুল হাসান বরিশাল-সিলেট ফতুল্লা ২০০৬-০৭
২৯৫ নাসির হোসেন রংপুর-বরিশাল চট্টগ্রাম ২০১৭-১৮
২৮৯ মার্শাল আইয়ুব মধ্যাঞ্চল-পূর্বাঞ্চল বগুড়া ২০১২-১৩
২৮২ মোসাদ্দেক হোসেন বরিশাল-চট্টগ্রাম বিকেএসপি-২ ২০১৪-১৫
২৭৪ লিটন কুমার দাস পূর্বাঞ্চল-মধ্যাঞ্চল রাজশাহী ২০১৭-১৮
Discussion about this post