একটুর জন্য ইতিহাস গড়া হয়নি! জিততেো থাকা ফাইনালে হঠাৎ ছন্দপতনে সব শেষ! রোববার লর্ডসে শ্বাসরুদ্ধকর ফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ রানে হেরে স্বপ্নভঙ্গ। মেয়েদের বিশ্বকাপে ইংলিশদের এটি চতুর্থ শিরোপা।
লক্ষ্য পূরণ না হলেও ঠিকই অভিনন্দন আর পুরস্কারে ভেসে যাচ্ছেন তারা। ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ এরইমধ্যে কোটিপতি বনে গেছেন। দেশে ফিরলেই তিনি পাবেন নতুন একটি বিএমডব্লিউ গাড়ি। এটি তাকে দিচ্ছে তেলেঙ্গানা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন। মিতালির ১৭ বছরের দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের প্রতি সম্মান জানিয়ে বিএমডব্লিউ উপহার হচ্ছে।
এই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪১ রান করে নারীদের ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হয়েছেন মিতালি। শুধু তিনি নন, এর আগে সাক্ষী মালিক ও দীপা কর্মকারকে একই ব্র্যান্ডের দুটি গাড়ি উপহার দেয় তেলেঙ্গানা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন।
ভারতীয় রেলমন্ত্রী সুরেশ প্রভু ফাইনালের আগে বিশ্বকাপে রানার্স আপ দলটিকে সম্মান জানাবে। অধিনায়ক মিতালি ও সহ-অধিনায়ক হারমনপ্রীত কাউর রেলওয়েজের হয়ে ক্রিকেট খেলেছেন। রেলওয়েজের খেলা ক্রিকেটারদের জন্য আর্থিক পুরস্কার দেবে ভারতীয় রেলমন্ত্রণালয়।
বলা দরকার রোববার ফাইনালে ৫০ ওভারে ৭ উইকেটে হারিয়ে ২২৮ রান করে ইংল্যান্ড। জবাব দিতে নেমে এক পর্যায়ে ভারতের রান ছিল ৩ উইকেটে ১৯১।তারপরই ছন্দপতন। শেষ ৭ উইকেট হারায় ২৮ রানে। অলআউট ২১৯ রানে।
Discussion about this post