অল ইতালিয়ান ফাইনালে বাজিমাত ফ্লাভিয়া পেন্নেত্তার। ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন তিনি। আর এমন স্মরনীয় মুহুর্তেই টেনিসকে বিদায় বলে সবাইকে চমকে দিলেন পেনেত্তা।
ইউএস ওপেনের মেয়েদের এককের ফাইনালে রবের্তা ভিঞ্চিকে হারিয়ে ট্রফি জিতেন পেন্নেত্তা। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল ম্যাচটি ৭-৬, ৬-২ গেমে জেতেন ৩৩ বছর বয়সী এ খেলোয়াড়। এবারই প্রথম গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল খেলতে নামেন তিনি।
সেরেনাকে হারিয়ে ফাইনালে উঠা ভিঞ্চিকে তেমন একটা পাত্তা দেননি পেনেত্তা। টেনিসের উন্মুক্ত যুগে চতুর্থ সবচেয়ে বেশি বয়সী গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড এখন তার।
কিন্তু এরপরই গুডবাই বলে টেনিসকে। এমন বিদায় বুঝি স্বপ্নেই হয়!
Discussion about this post