ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে মঙ্গলবার রাতে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০১৯-২০২০ অর্থ বছরের সেরা করদাতা ও ট্যাক্স কার্ড প্রাপ্ত ব্যক্তিদের তালিকা প্রকাশ করা হয়। সেখানে দেখা যায় খেলোয়াড় ক্যাটাগরিতে শীর্ষে আছেন সাকিব আল হাসান। এ তালিকায় আরও রয়েছেন তামিম ইকবাল ও মাশরাফি বিন মর্তুজা।
নির্দিষ্ট পেশার ক্যাটাগরিতে ৭৬ জন ব্যক্তি, ৫৫টি প্রতিষ্ঠান ও অন্যান্য কাটাগরিতে ১২ জন অর্থাৎ মোট ১৪১ জনের নাম প্রকাশ করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।
বেশ কয়েক বছর ধরেই সেরা করদাতা ও ট্যাক্সের শীর্ষ দুই দখল করে আছেন সাকিব ও তামিম। এবারও সাকিব শীর্ষস্থান দখল করে নিলে তামিম আছেন দ্বিতীয়স্থানে। মাশরাফি বিন মুর্তজার অবস্থান তৃতীয়। যদিও মাশরাফি এখন একজন সাংসদ ও তার রাজনৈতিক পরিচয়ও আছে কিন্তু অভ্যন্তরীণ সম্পদ বিভাগের তালিকায় মাশরাফিকে খেলোয়াড় ক্যাটাগরিতেই রাখা হয়েছে।
দেশের এই তিন তারকা ক্রিকেটার সাকিব, তামিম ও মাশরাফি খেলোয়াড় ক্যাটাগরিতে পাচ্ছেন ট্যাক্স কার্ড। সর্বোচ্চ দীর্ঘমেয়াদী করদাতাদের বিশেষ সম্মাননা হিসেবে প্রতিবছর জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে ট্যাক্স কার্ড প্রদান করা হয়। ট্যাক্স কার্ডের সুবিধা হলো, এই কার্ডধারীরা সড়ক, বিমান, নদীপথে অগ্রাধিকার ভিত্তিতে টিকেট পান। বিমানবন্দরে তারা ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুযোগ, হোটেল-রেস্তোরাঁ ও হাসপাতালে তিনি ও তার পরিবার অগ্রাধিকার ভিত্তিতে সেবা পেয়ে থাকেন।
Discussion about this post