সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কা সিরিজে মিরপুরের শেরেবাংলা ও চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামই পেয়েছে ডিমেরিট পয়েন্ট। আইসিসির নতুন নিয়ম জানাচ্ছে- নির্দিষ্ট সময়ে আরো কিছু ডিমেরিট পয়েন্ট পেলে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে নিষেধাজ্ঞার কবলে পড়বে ভেন্যু দুটি। যে কারণে এবার ঢাকা ও চট্টগ্রামের বাইরে টেস্ট আয়োজনের চিন্তা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ অবস্থায় চলতি বছর টেস্ট ভেন্যুর মর্যাদা পেতে যাচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল জানান, ‘আসলে সকল সুযোগ- সুবিধা থাকার পরও অনেক বিলম্বে এখানে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে পারছি। আপনারা জানেন যে, এ মাঠে প্রথম আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ২০১৪ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপে। কিন্তু সেখানে বাংলাদেশ ছিল না। এবারো কিছু ওয়ানডের কথা ছিল। হয়তো বোর্ড ভালো কিছুর চিন্তা করেই সিদ্ধান্ত নিয়েছে। এ বছরই এ স্টেডিয়াম টেস্ট ভেন্যুর মর্যাদা পেতে যাচ্ছে।’
২০১৪ সালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মান করা হয়। সেই বছর টি-টুয়েন্টি বিশ্বকাপের পুরুষ দলের ছয়টি ও মহিলা দলের প্রায় সবগুলো ম্যাচ (ফাইনাল ও সেমিফাইনাল বাদে) অনুষ্ঠিত হয় এ মাঠে।
Discussion about this post