ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দুঃসময়ে দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেট। আরেকটু সরাসরি বলা যায় টেস্ট ক্রিকেট পথ হারিয়েছে। সাফল্যের দেখা নেই। ঠিক এমন সময়ে যখন করোনাভাইরাস পরিস্থিতির অবনতি তখন আরেকটি সফরে বাংলাদেশ দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সিরিজে অংশ নিতে সোমবার দেশ ছেড়েছেন মুমিনুল হকরা।
ভাড়া করা একটি বিমানে দুপুর পৌনে একটার দিকে শ্রীলঙ্কার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে টাইগাররা।
দুই টেস্টের জন্য ২১ জনের প্রাথমিক দলের সঙ্গে সফরে গেলেন কোচ, সাপোর্ট স্টাফ ও বিসিবি কর্মকর্তা মিলিয়ে প্রায় ৪০ জনের বেশি সদস্যে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা।
ক্যান্ডির অদূরে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের দুটি টেস্ট। প্রথম টেস্ট শুরু ২১ এপ্রিল, দ্বিতীয় টেস্ট শুরু ২৯ এপ্রিল থেকে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের এই দুই ম্যাচ খেলেই দেশে ফিরবে টাইগাররা।
করোনা কালে এটি বাংলাদেশ দলের দ্বিতীয় বিদেশ সফর। নিউজিল্যান্ড সফর করে এসেছে এই মাসেই। সেখানে ওয়ানডে ও টি-টুয়েন্টিতে ভরাডুবি হয়েছে।
এবার টেস্টে ঘুরে দাঁড়াতে চায় দল। বাংলাদেশ দলের টিম লিডারের দায়িত্ব নিয়ে যাওয়া খালেদ মাহমুদ সুজন বিমানবন্দরে বলেন,
‘দেখুন, অবশ্যই আমরা চাই জিততে। আমরা ওখানে সেরা ক্রিকেট খেলতে চাই। যে দল ভালো খেলবে তারাই জিতবে। পাঁচ দিনের খেলা এ কারণে সেশন বাই সেশন ধরে এগোতে হবে। চট্টগ্রাম টেস্টে (উইন্ডিজের বিপক্ষে) আমরা চার দিন ডমিনেট করেও হেরে গেছি, এমনটা করতে চাইনা। লম্বা সময় মনোযোগ ধরে রাখতে চাই।’
শ্রীলঙ্কার কন্ডিশন সম্পর্কে জানাই আছে। সুজন বলছিলেন, ‘কন্ডিশনটা আমরা জানি ওখানে এখন গরম থাকে বেশি। উইকেটটা ভালো থাকে। শ্রীলঙ্কার কন্ডিশনে শ্রীলঙ্কা বেশ শক্ত প্রতিপক্ষ, কিন্তু আমরা বিশ্বাস করি আমরা স্কিলের দিক থেকে পিছিয়ে নেই, ভালো দল। যদি আমাদের সেরা ক্রিকেট খেলতে পারি, প্রক্রিয়াটা ঠিক রাখতে পারি, তবে আশা করি ভালো করব আমরা।’
শ্রীলঙ্কা সফরে ২১ সদস্যের প্রাথমিক দল-
মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহীম, তামিম ইকবাল খান, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলি রাব্বি, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম চৌধুরী, শহীদুল ইসলাম ও কাজী নুরুল হাসান সোহান।
Discussion about this post