জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ দলে বড় চমক ১৯ বছর বয়সী জুবায়ের হোসেন লিখন। অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল থেকে সরাসরি টেস্ট দলে এই লেগস্পিনার।। এইতো গত মাসে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে প্রথম শ্রেনীর ক্রিকেটে অভিষেক হয় তার। মাত্র দুটি প্রথম শ্রেনীর ম্যাচ খেলেই টেস্ট দলে লিখন। অন্যদিকে নিষেধাজ্ঞা শেষে ফের দলে অলরাউন্ডার সাকিব আল হাসান।
তার পাশাপাশি রোববার ঘোষিত ১৪ সদস্যের প্রথম টেস্টের দলে ফিরেছেন পেস বোলার শাহাদাত হোসেন ও ব্যাটসম্যান মার্শাল আইয়ুব। দীর্ঘ ৯ মাস পর টেস্ট দলে ফিরেছেন শাহাদাত।
এদিকে বাদ পড়েছেন নাসির হোসেন, এনামুল হক, ইমরুল কায়েস, রবিউল ইসলাম এবং স্পিনার ইলিয়াস সানি।
২৫ অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন টেস্ট সিরিজের প্রথমটি। এরপর ৩ নভেম্বর শেখ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট। তৃতীয় টেস্ট ১২ নভেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
৫ ম্যাচের একটি ওয়ানডে সিরিজের প্রথমটি ২১ নভেম্বর।
বাংলাদেশ দল
মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সাকিব আল হাসান, শামসুর রহমান, মমিনুল হক, রুবেল হোসেন, শুভাগত হোম চৌধুরী, মাহমুদুল্লাহ রিয়াদ, শফিউল ইসলাম, জুবায়ের হোসেন, শাহাদাত হোসেন, মার্শাল আইয়ুব, আল আমিন এবং তাইজুল ইসলাম।
Discussion about this post