ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তিন মূলত টেস্ট স্পেশালিস্ট। মাঝে অবশ্য ওয়ানডে দলেও প্রত্যাবর্তন হয়েছিল। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষেই ছিটকে পড়েন। এবার মুমিনুলের সামনে সেই প্রিয় ফরম্যাট। ৩ অক্টোবর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হচ্ছে জিম্বাবুয়ে-বাংলাদেশ দুই ম্যাচ টেস্টের প্রথমটি। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ মিরপুরে শুরু ১১ অক্টোবর। সেই লড়াইয়ের আগে প্রস্তুতিটা বেশ ভালই হয়েছে মুমিনুল হকের। ঘরোয়া ক্রিকেটে বৃহস্পতিবার শতরান পেয়েছেন এই ব্যাটসম্যান।
এর আগে ছিলেন এশিয়া কাপের দলে। কিন্তু রঙিন পোশাকে কিছুই করতে পারেন নি। জাতীয় লিগে রান পাচ্ছিলেন না মুমিনুল হক। কিন্তু বৃহস্পতিবার ঠিকই কথা বলল তার ব্যাট। প্রস্তুতিটাই জাতীয় লিগে ঢাকার বিপক্ষে চট্টগ্রামের হয়ে সেঞ্চুরি সারলেন এই ব্যাটসম্যান।
চতুর্থ রাউন্ডের ম্যাচে মুমিনুল করেন অপরাজিত ১১১ রান। এরই পথ ধরে ঢাকাকে অনায়াসে ৮ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম। জয়ের জন্য এদিন চট্টগ্রামের দরকার ছিল ৮৯ রান। লাঞ্চের আগেই মুমিনুল হক ও তাসামুল হক লক্ষ্যে পৌঁছে যান।
১১ চার ও ২ ছয়ে ইনিংস সাজান মুমিনুল। তাসামুল অপরাজিত থাকেন ৮৯ রানে।
ক্যারিয়ারে প্রথমবারের মতো ১০ উইকেট নেওয়া জেতেন ম্যাচসেরার পুরস্কার অফ স্পিনার নাঈম হাসান। তবে দিন শেষে লিগে আলোচনায় ছিলেন মুমিনুলই।
Discussion about this post