ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মরণ ব্যাধি করেনাভাইরাসের কালো থাবায় স্থবির বিশ্ব ক্রীড়াঙ্গন। যে কারণে নির্ধারিত সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্ব মাঠে গড়ানো নিয়ে ছিল শঙ্কা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হল। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সব ম্যাচ স্থগিত ঘোষণা করেছে আইসিসি। বৃহস্পতিবার ব্যাপারটি সত্যতা নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে ম্যাচগুলো কুয়েত, দক্ষিণ আফ্রিকা, স্পেন, বেলজিয়াম, মালয়েশিয়া এবং ফিনল্যান্ডের মাঠে গড়ানোর কথা ছিল। আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, জুলাই মাসের আগে ম্যাচগুলো হচ্ছে না, ‘এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সদস্যদের সঙ্গে যোগাযোগ করে সংশ্লিষ্ট সরকার এবং গণস্বাস্থ্য কর্তৃপক্ষের পরামর্শক্রমেই।’
এ বছর অস্ট্রেলিয়া হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। করোনাভাইরাসের কারণে এ টুর্নামেন্ট নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। এদিকে আগামী বছর ভারতে বসবে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ।
সর্বশেষ খবর অনুযায়ী, এখন পর্যন্ত সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৯১৫ জন আর মারা গেছেন ২১ হাজার ৫৭৭ জন।
Discussion about this post