ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে আছে সব ধরনের ক্রিকেট টুর্নামেন্ট। আর তাই এ বছরের শেষ দিকে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্যও ঝুলছে সুতোতে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সীমিত ওভারের এই বৈশ্বিক টুর্নামেন্টের ভাগ্য আপাতত মূলতবি রাখলেও শুক্রবার (১২ জুন) অস্ট্রেলিয়ার ক্রীড়া মন্ত্রী রিচার্ড কোলব্যাক জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে তারা এখনও আশাবাদী।
টি-টোয়েন্টি বিশ্বকাপ এবার হওয়ার কথা অস্ট্রেলিয়ায়। কিন্তু আগামী ১৮ অক্টোবর থেকে শুরু হয়ে ১৫ নভেম্বর পযর্ন্ত চলার কথা থাকলেও এ টুর্নামেন্ট এখন করোনার কারণে শঙ্কার মুখে। তবে টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে আশাবাদী কোলব্যাক এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের (এএনআই) সঙ্গে আলাপচারিতায় জানান, ফেডারেল সরকার এখনও টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে পরিকল্পনা করছে। দেশের করোনা ভাইরাস নিয়ে প্রতিক্রিয়া টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে আশা জাগিয়ে তুলছে।
ক্রীড়া মন্ত্রী বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা নিয়ে ফেডারেল সরকার খুব ঘনিষ্ঠতার সঙ্গে স্থানীয় আয়োজন কমিটি এবং সকল রাজ্য সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছে।’
Discussion about this post