ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ছোট ফরম্যাট বলেই শুরুতেই জয়ের আশা করেছিল বাংলাদেশ দল। কিন্তু স্বপ্ন আর বাস্তব যে এক নয় সেটা আবারও টের পেল টিম টাইগার্স। রোববার সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হ্যামিল্টনে ছন্নছাড়া ব্যাটিং-বোলিং উপহার দিয়েছে সফরকারীরা। যে কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজের প্রথম ম্যাচে মাহমুদউল্লাহর দল হেরেছে ৬৬ রানে রানে। এরফলে তিন ম্যাচ সিরিজে ১-০তে পেছনে পড়ে গেল রাসেল ডমিঙ্গোর শিষ্যরা।
হ্যামিল্টনে রোববার টস হেরে আগে বল নেয় বাংলাদেশ। অভিষিক্ত নাসুম আহমেদের কল্যাণে প্রথম ওভারেই সাফল্য পায় টাইগাররা। কিন্তু এরপর থেকেই সফরকারীদের ব্যর্থতার গল্প শুরু। যেটাকে কাজে লাগিয়ে নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে (৫২ বলে ৯২) ও উইল ইয়ং (৩০ বলে ৫৩) দারুণ খেলে স্বাগতিকদের এনে দেন ২০ ওভারে ৩ উইকেটে ২১০ রান। জবাব দিতে নেমে বাংলাদেশ করতে পারে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৪ রান। সফরকারীদের হয়ে আফিফ ৩৩ বলে ৪৫ ও মোহাম্মদ সাইফউদ্দিন করেন ৩৪ বলে ৩৪ রান। স্বাগতিকদের হয়ে ইশ শোধি ২৮ রানে নেন ৪ উইকেট। এদিকে ২৫ রানে ফাগুসন নেন ২টি উইকেট।
নিউজিল্যান্ডের ২১১ রানের পাহাড় ডিঙাতে গেলে যে ধরনের ব্যাটিং দরকার, তার ধার কাছ দিয়েও যেতে পারেনি বাংলাদেশ। ব্যাটসম্যানদের ব্যর্থতার মধ্যে আফিফ ছিলেন দারুণ ব্যতিক্রম। এদিন প্রথমে ফিরেন লিটন। দলের সংগ্রহ যখন ২০, তখন ৫ বলে ৪ রান করে টিম সাউদির বলে ইশ সোধির ক্যাচ হন। সৌম্য ইশ সোধিকে রিটার্ন ক্যাচ দিয়ে ফেরেন। মিঠুন সোধির বল বুঝে ওঠার আগেই বোল্ড। অধিনায়ক মাহমুদউল্লাহও বুঝতে পারেননি লেগ স্পিনার সোধিকে। বোল্ড তিনিও। এ ধারাবাহিকতায় ৫৯ রানে ৬ উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে টিম টাইগার্স। এরপর অবশ্য ৭ম উইকেটে দলের হাল ধরেন আফিফ-সাইফ। তারা গড়েন ৫৬ বলে ৬৩ রানের জুটি। ৩৩ বলে ৪৫ রান করেন আফিফ। সাইফউদ্দিন ৩৪ বলে ৩৪ করেন, ৩ বাউন্ডারি ও এক ছক্কায়। বোলিংয়ে নিজের ব্যর্থতা ব্যাট দিয়ে ঢেকে দিতে চেয়েছেন এ অলরাউন্ডার।
নিউজিল্যান্ড দলের সেরা বোলিং ওই সোধিরই। ২৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। ফার্গুসনের ঝুলিতে ২ উইকেট। বাকিরা নিয়েছেন এক উইকেট করে।
এরআগে বল হাতে প্রথম ওভারের শেষে নিউজিল্যান্ডের অভিষিক্ত ফিন অ্যালেনকে বোল্ড করেন ফেরান আরেক অভিষিক্ত নাসুম। এরপর অবশ্য মার্টিন গাপটিল দারুণ খেলতে থাকেন। শেষ পর্যন্ত তাকে থামান সেই নাসুম। ২৭ বলে ৩৫ রান করেন তিনি। নিউজিল্যান্ডের সংগ্রহ তখন ৬.৫ ওভারে ৫৩ রান।
২ উইকেট তুলে নেওয়ার পর নিউজিল্যান্ডের ওপর চাপ তৈরি করার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু সেটি হয়নি। ডেভন কনওয়ে আর উইল ইয়ং দাঁড়িয়ে পড়েন। তৃতীয় উইকেট জুটিতে এ দুজন তুলেন ৬০ বলে ১০৫ রান। যে কারণে রান পাহাড়ে উঠে পড়ে নিউজিল্যান্ড। কনওয়ে ৫২ বলে ৯২ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। ১১টি চার আর ৩টি ছক্কা ছিল তাঁর ইনিংসে। আক্ষেপ হতে পার, সেঞ্চুরি করতে পারলেন না বলে। ইয়ং ৩০ বলে ৫৩ রান করেন। তিনি মেরেছেন ২টি চার ও চারটি ছক্কা।
বাংলাদেশের সফর বোলার অভিষিক্ত নাসুম। ৩০ রানে এ স্পিনার নিয়েছেন ২ উইকেট। দারুণ খেলে ম্যাচসেরা হয়েছেন কনওয়ে।
এরআগে ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই হেরেছিল বাংলাদেশ। সব মিলিয়ে এখন পর্যন্ত নিউজিল্যান্ডের মাটিতে জয় অধরায় থেকে গেল টাইগারদের।
নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের এরচয়ে বড় হার রয়েছে একটি। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে কলকাতায় ৭৫ রানে হারে টাইগাররা।
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড: ২০ ওভারে ২১০/৩ (গাপটিল ৩৫, অ্যালেন ০, কনওয়ে ৯২, ইয়াং ৫৩, ফিলিপস ২৪*; নাসুম ৪-০-৩০-২, সাইফ ৪-০-৪৩-০, শরিফুল ৪-০-৫০-০, মুস্তাফিজ ৪-০-৪৮-০, মেহেদি ৪-০-৩৭-১)।
বাংলাদেশ: ২০ ওভারে ১৪৪/৮ (নাঈম ২৭, লিটন ৪, সৌম্য ৫, মিঠুন ৪, মাহমুদউল্লাহ ১১, আফিফ ৪৫, মেহেদি ০, সাইফ ৩৪*, শরিফুল ৫, নাসুম ০*; সাউদি ৪-০-৩৪-১, বেনেট ৪-০-২০-১, ফার্গুসন ৪-০-২৫-২, সোধি ৪-০-২৮-৪, চাপম্যান ১-০-৯-০, ফিলিপস ১-০-৫-০, মিচেল ২-০-২১-০)।
ফল: নিউজিল্যান্ড ৬৬ রানে জয়ী
ম্যাচসেরা: ডেভন কনওয়ে
A 66 run win to start the Alesha Mart T20 Series. Ish Sodhi doing the major damage with the ball with 4-28 after Devon Conway's 92* lead the way with the bat At Seddon Park. Next up Napier on Tuesday! #NZvBAN pic.twitter.com/Lk7ZCHRvaW
— BLACKCAPS (@BLACKCAPS) March 28, 2021
Discussion about this post