ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জিম্বাবুয়ের বিপক্ষে জয় যেন অভ্যাস বানিয়ে ফেলেছে বাংলাদেশ। প্রথমে টেস্টে ইনিংস ব্যবধানে জয়। এরপর সিলেটে তিনটি ওয়ানডেতে হাসিমুখ টাইগার ক্রিকেটারদের। সিরিজের প্রথম টি-টুয়েন্টিতেও একই দৃশ্যপট। হেসে-খেলে সফরকারীদের হারাল বাংলাদেশ দল।
সোমবার মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৪৮ রানে সহজেই জয় তুলে নেয় মাহমুদউল্লাহ রিয়াদের দল।
এটিই টি-টুয়েন্টি বাংলাদেশের সবচেয়ে বড় জয়। টি-টোয়েন্টিতে তাদের বিপক্ষে বাংলাদেশের আগের বড় জয়টি ছিল ৪৩ রানের। ২০০৬ সালে খুলনায় নিজেদের প্রথম টি-টুয়েন্টিতে সেই জয়টি পায় টাইগাররা।
ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ২০০ রান তুলে বাংলাদেশ। যা কীনা জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ। তাদের বিপক্ষে আগের সেরা ছিল ২০১৯ সালে করা ৭ উইকেটে ১৭৫ রান। সেই চ্যালেঞ্জে নেমে টাইগারদের বোলিং তোপে উড়ে যায় জিম্বাুবুয়ে। অলআউট ১৯ ওভারে ১৫২ রানে।
মিরপুরের উইকেটে রাতে বোলিং করাটা সহজ ছিল না। কিন্তু বোলাররা তারপরও দারুণ আক্রমণে কোণঠাসা করে ফেলেন প্রতিপক্ষকে। একের পর এক উইকেট পতনে দিশেহারা হয়ে পড়ে শন উইলিয়ামসের দল। আমিনুলের জোড়া আঘাত।
দারুণ বল করেন আমিনুল ইসলাম বিপ্লব। এই লেগ স্পিনার ফেরান টিনাশে কামুনহুকামউই। ২০ বলে এক ছক্কা ও চারটি চারে করে আউট ২৮ রানে। শন উইলিয়ামসকেও ফেরান লিটন। ১২ বলে দুই ছক্কা ও এক চারে ২০ রান করেন উইলিয়ামস। রিচমন্ড মুতুমবামি না আটকালে হ্যাটট্রিকই হয়ে যাচ্ছিল।
উইকেট পেয়েছেন মুস্তাফিবুর রহমানও। তিনি ফেরান ক্রেইগ আরভিনকে। তার আগে প্রথম আঘাত হানেন শফিউল ইসলাম। ওপেনার ব্রেন্ডন টেলরকে আউট করেন তিনি। জিম্বাবুয়ের অন্য ব্যাটসম্যানরাও এভাবেই অসহায় ছিলেন। টাইগার ব্যাটসম্যানের বল বোলারদের দাপট থাকল মিরপুরে।
মুস্তাফিজুর রহমান ও আমিনুল ইসলাম বিপ্লব নেন তিনটি করে উইকেট।
এর আগে লিটন দাস ও তামিম ইকবাল টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই গড়লেন রেকর্ড। ২০ ওভারের ক্রিকেটে উদ্বোধনী জুটিতে দেশের হয়ে সর্বোচ্চ রান করলেন তারা।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টিতে মনে রাখার মতো এক জুটি গড়েন তামিম-লিটন। নিজেদের নিয়ে যান শীর্ষে। যদিও ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে আগের রেকর্ডও ছিল তাদের। ২০১৮ সালের মার্চে কলম্বোর আর প্রেমাদাসায় ত্রিদেশীয় টি-টুয়েন্টি টুর্নামেন্টে শ্রীলঙ্কার বিপক্ষে ৭৪ রানের উদ্বোধনী জুটি গড়েন তারা।
একাদশ ওভারে ওয়েসলি মাধেভেরেকে মারতে গিয়ে আউট তামিম। তার ব্যাটে ৩৩ বলে ৪১ রান। জুটিতে আসে রেকর্ড ৯২ রান। ৩৯ বলে তিন ছক্কা ও পাঁচ চারে ৫৯ রান তুলে ফেরেন লিটন। বুঝিয়ে দেন সময়টা এখন তার।
শেষটাতে লড়লেন সৌম্য সরকার। ৩০ বলে তিন ছক্কা ও চারটি চারে করেন পঞ্চাশ। আগের সেরা ৫১ ছাড়িয়ে করে অপরাজিত ৬২। তার ৩২ বলের ইনিংসে ছিল পাঁচ ছক্কা ও পাঁচ চার।
সব মিলিয়ে ব্যাটে-বলে দাপটে সিরিজে ১-০তে এগিয়ে গেল বাংলাদেশ। টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ ১১ মার্চ, মিরপুরের শেরেবাংলাতেই।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ২০ ওভারে ২০০/৩ (তামিম ৪১, লিটন ৫৯, সৌম্য ৬২*, মুশফিক ১৭, মাহমুদউল্লাহ ১৪*; রাজা ৪-০-৩১-১, মুম্বা ২-০-২৪-০, টিরিপানো ৪-০-৩৯-০, এমপোফু ৪-০-৫৮-১, মাধেভেরে ২-০-১৫-১, উইলিয়ামস ৪-০-৩১-০)
জিম্বাবুয়ে: ১৯ ওভারে ১৫২ (কামুনহুকামউই ২৮, টেইলর ১, আরভিন ৮, মাধেভেরে ৪, উইলিয়ামস ২০, রাজা ১০, মুতুমবামি ২০, মাটোমবোদজি ২, টিরিপানো ২০, মুম্বা ২৫, এমপোফু ২*; মুস্তাফিজ ৪-০-৩২-৩, শফিউল ৩-০-১৯-১, সাইফ ৩-০-১৯-১, মেহেদি ৪-০-২৯-০, আমিনুল ৩-০-৩৪-৩, আফিফ ২-০-১৮-১)
ফল: বাংলাদেশ ৪৮ রানে জয়ী
ম্যাচসেরা: সৌম্য সরকার
সিরিজ: ২ ম্যাচ সিরিজে বাংলাদেশ ১-০তে এগিয়ে
Discussion about this post