ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সিলেটে স্বপ্নের ক্রিকেট উপহার দিয়েছেন দু’জন। গড়েছেন একের পর এক বিস্ময়কর রেকর্ড। ওয়ানডে সিরিজে কথা বলেছে তামিম ইকবাল ও লিটন দাস জুটির ব্যাট। সিলেটে যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই ঢাকা শুরু করলেন এই দুই তারকা ব্যাটসম্যান। টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই গড়লেন রেকর্ড। ২০ ওভারের ক্রিকেটে উদ্বোধনী জুটিতে দেশের হয়ে সর্বোচ্চ রান করলেন তারা।
সোমবার হোম অব ক্রিকেটে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টিতে মনে রাখার মতো এক জুটি গড়েন তামিম-লিটন। নিজেদের নিয়ে যান শীর্ষে।
যদিও ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে আগের রেকর্ডও ছিল তাদের। ২০১৮ সালের মার্চে কলম্বোর আর প্রেমাদাসায় ত্রিদেশীয় টি-টুয়েন্টি টুর্নামেন্টে শ্রীলঙ্কার বিপক্ষে ৭৪ রানের উদ্বোধনী জুটি গড়েন তারা।
সোমবার মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে অষ্টম ওভারেই এই জুটি পৌঁছে যায় ৭৮ রানে। ভেঙে যায় আগের গড়া রেকর্ড। জুটিতে লিটন খেলেন দাপটে। তামিম দেখে-শুনে লড়েছেন। পাওয়ার প্লের ৬ ওভারে তারা করেন ৫৯ রান।
খেলার একাদশ ওভারে ওয়েসলি মাধেভেরেকে মারতে গিয়ে আউট তামিম। তার ব্যাটে ৩৩ বলে ৪১ রান। জুটিতে আসে রেকর্ড ৯২ রান।
৩৯ বলে তিন ছক্কা ও পাঁচ চারে ৫৯ রান তুলে ফেরেন লিটন। এরপর লড়লেন সৌম্য সরকার। ৩০ বলে তিন ছক্কা ও চারটি চারে করেন পঞ্চাশ। আগের সেরা ৫১ ছাড়িয়ে করে অপরাজিত ৬২। তার ৩২ বলের ইনিংসে ছিল পাঁচ ছক্কা ও পাঁচ চার।
সব মিলিয়ে টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ২০০ রান করে বাংলাদেশ। যা কীনা জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ। তাদের বিপক্ষে আগের সেরা ছিল ২০১৯ সালে করা ৭ উইকেটে ১৭৫ রান।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ২০ ওভারে ২০০/৩ (তামিম ৪১, লিটন ৫৯, সৌম্য ৬২*, মুশফিক ১৭, মাহমুদউল্লাহ ১৪*; রাজা ৪-০-৩১-১, মুম্বা ২-০-২৪-০, টিরিপানো ৪-০-৩৯-০, এমপোফু ৪-০-৫৮-১, মাধেভেরে ২-০-১৫-১, উইলিয়ামস ৪-০-৩১-০)
Discussion about this post