ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলও ঢুকে পড়েছিল জৈব-নিরাপত্তার বেষ্টনীর মধ্যে। কিন্তু সফর নিয়ে অনিশ্চয়তা থাকায় শেষ পর্যন্ত সুরক্ষা বলয় ভেঙে পড়ছে। তাই টাইগারদের অনুশীলন তিন দিনের জন্য বন্ধ রাখছে বাংলাদেশ ক্রকেট বোর্ড (বিসিবি)। এজন্য টিম হোটেল সোনরাগাঁও ছেড়ে টাইগাররা ফিরে যাচ্ছেন বাসায়। তবে কয়েকজন ক্রিকেটার থাকবেন বিসিবির একাডেমি ভবনে। এমনটাই জানিয়েছেন বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ‘তিন দিনের ছুটির কারণে কিছু ক্রিকেটার আজই হোটেল ছাড়বেন। রোববার চেক আউট সময়ে কয়েকজন হোটেল ছাড়বেন। কে কখন হোটেল ছাড়বেন সেটি তাদের ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর করছে। সিরিজ নিয়ে পরবর্তী আপডেট পেলেই জৈব সুরক্ষা বলয় নিয়ে নতুন করে ভাবা হবে।’
রোববার বাংলাদেশ দলের শ্রীলঙ্কা যাওয়ার কথা ছিল। সে অনুযায়ীই হোটেল বুকিং দিয়ে রেখেছিল বিসিবি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শনিবারই ছিল টাইগারদের শেষ অনুশীলন। সফর পিছিয়ে যাওয়ায় প্রাথমিক দলের ২৭ ক্রিকেটার বিশ্রামে থাকবেন মঙ্গলবার পর্যন্ত। এই সময়ের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে শ্রীলঙ্কা সিরিজের ভাগ্য। শেষ পর্যন্ত যদি এ সফর না হয় তাহলে কি করবেন মুশফিক-মুমিনুলরা।
এ ব্যাপারে শনিবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা তো পরিকল্পনার মধ্যেই আছি। এখন তিন দিনের বিরতি দিয়েছি, এই তিন দিনের মধ্যে সিদ্ধান্ত আসলে আমরা আবার অনুশীলন নিয়ে পরিকল্পনা করবো। বিসিবি সভাপতি (নাজমুল হাসান পাপন) তো বলেছেন যদি সফর না হয় একটা ঘরোয়া টুর্নামেন্ট করবো। সেটা আমাদের মাথায় আছে। প্ল্যান ‘এ’, ‘বি’, ‘সি’ সব করাই আছে। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ীই আছি। যেহেতু খেলোয়াড়রা ৭-৮ দিন অনুশীলন করে ফেলেছে সেহেতু একটা বিরতির দরকার আছে।’
শ্রীলঙ্কা কোয়ারেন্টাইন গাইডলাইন শিথিল করবে এই অপেক্ষায় বিসিবি। কারণ টাইগাররা টানা ১৪দিন হোটেল বন্ধী থাকতে চায় না। বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানালেন, ‘আগে যা বলেছিল (এসএলসি) যে এটা ওদের নিয়ন্ত্রণে নেই। যেহেতু এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যাপার। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গতকালও ভেবেছিল ওরা গাইডলাইন পাবে। এখন ওরা আশা করছে দুই-তিন দিনের মধ্যে জানাবে।’
Discussion about this post