সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ক্যারিবিয়ানদের বিপক্ষে টিম ডেভিডের অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডবে ৬ উইকেটে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম তিনটিতেই জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করেছে সফরকারীরা।
টস হেরে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ দারুণ সূচনা পায়। উদ্বোধনী জুটিতে ব্র্যান্ডন কিং ও শেই হোপ গড়েন ১২৫ রানের জুটি। কিং ৩৬ বলে ৬২ রান করে ফিরে গেলেও হোপ শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫৭ বলে ১০২ রানে। ক্যারিবিয়ানরা নির্ধারিত ২০ ওভারে সংগ্রহ করে ২১৪ রান।
এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হোপের প্রথম সেঞ্চুরি, আর ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিন ফরম্যাটেই সেঞ্চুরি করা দ্বিতীয় ক্রিকেটার হিসেবে গেইলের পাশে নাম লেখান তিনি।
রান তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। পাওয়ার প্লেতেই ৪ উইকেট হারিয়ে দল পড়ে যায় চাপে। অধিনায়ক মিচেল মার্শ, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস ও গ্লেন ম্যাক্সওয়েল সবাই আউট হন দ্রুত। এই অবস্থায় ক্রিজে আসেন টিম ডেভিড। ৭ বলে ১৫ রান থেকে শুরু করে মাত্র ১৬ বলে তুলে নেন ফিফটি—যা অস্ট্রেলিয়ার দ্রুততম। এরপর ৩৭ বলে ১০২ রানের অপরাজিত ইনিংস খেলেন ৬টি চার ও ১১টি ছক্কায়। এতে তিনি গড়েন অস্ট্রেলিয়ার দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও।
সঙ্গী মিচেল ওয়েনও ছিলেন দুর্দান্ত। অভিষেক সিরিজেই ১৬ বলে ৩৬ রানে অপরাজিত থেকে জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ডেভিড-ওয়েন জুটি ৪৬ বলে যোগ করেন ১২৮ রান-যা পঞ্চম উইকেটে অস্ট্রেলিয়ার রেকর্ড।
ম্যাচ শেষে ডেভিড জানান, তার ব্যাটিং উন্নতির পেছনে ব্যাট নির্বাচনের ভূমিকাও গুরুত্বপূর্ণ। এই ব্যাটটি তিনি পেয়েছিলেন আন্দ্রে রাসেলের কাছ থেকে বছরখানেক আগে। সেটিকেই এবার ব্যবহার করে পেলেন প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরির স্বাদ।
Discussion about this post