ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এবার টি-টোয়েন্টি মিশন। টেস্টে বাংলাদেশের সামনে পাত্তা পায়নি। এবার ওয়ানডেতেও টাইগারদের কাছে হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে। সফরের শেষে টি-টুয়েন্টিতে মুখোমুখি হচ্ছে সফরকারীরা। সোমবার শুরু দুই ম্যাচ সিরিজের প্রথমটি। মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে লড়বে বাংলাদেশ-জিম্বাবুয়ে।
এই ম্যাচটি গ্যালারিতে বসে দেখতে হলে আপনাকে খরচ করতে হবে সর্বনিম্ন ১০০ টাকা। সিরিজের সর্বোচ্চ টিকিটের মূল্য ১০০০ টাকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টি-টুয়েন্টি সিরিজের টিকিটের নির্ধারিত মূল্য জানিয়েছে রোববার।
১০০ টাকার টিকিটে খেলা দেখা যাবে ইস্টার্ন স্ট্যান্ডে বসে। সাউদার্ন ও নর্দান স্ট্যান্ডের টিকিট ১৫০ টাকা। ক্লাব হাউজের প্রতি টিকিটের মূল্য ৩০০ টাকা। ভিআইপি স্ট্যান্ডের টিকিট ৫০০ টাকা। আর গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট ১০০০ টাকা।
টি-টোয়েন্টি সিরিজের টিকিট পাওয়া যাবে মিরপুর ইনডোর স্টেডিয়ামের পাশে বিসিবির টিকিট বুথে। টিকিট অনলাইনে পাওয়া যাবে না। সোমবার অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-টুয়েন্টি। ১১ মার্চ দ্বিতীয় ও শেষ ম্যাচ। সিরিজের দুটি ম্যাচই শুরু সন্ধ্যা ৬টায়, মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
Discussion about this post