ক্রিকবিডি২৪.রিপোর্ট
বিশ্বকাপের স্কোয়াডের গুরুত্বপূর্ণ চার সদস্য ছিলেন না শ্রীলঙ্কা সফরে। তার প্রভাব অবশ্য পড়েছে বাংলাদেশ দলে। স্বাগতিকদের বিপক্ষে তামিম ইকবালের দল হেরেছে টানা তিন ম্যাচ। পড়েতে হয়েছে হোয়াইটওয়াশের লজ্জায়ও। ব্যাপারটি আসলে ভক্ত থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তারাও মেনে নিতে পারছেন না। তাই দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি সিদ্ধান্ত নিয়েছে, টাইগারদের ব্যর্থতার ময়নাতদন্ত করবে।
সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে শ্রীলঙ্কা সফরে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু সেখান থেকে শুন্য হাতে ফিরেছেন তামিমরা। যা কারো বিশ্বাসই হচ্ছে না। আসলে হবেই বা কি করে। গত মাসের প্রথম সপ্তাহেই তো দলটি বিশ্বকাপে আশা জাগানো পারফরম্যান্স করে এসেছিল।
শ্রীলঙ্কা সফরে বোলিং-ফিল্ডিং-ব্যাটিং কোন বিভাগেই নিজেদের মেলে ধরতে পারেননি তামিম ইকবাল-মোস্তাফিজুর রহমানরা। এ সুযোগে ক্রমাগত লঙ্কানরা আধিপত্য দেখিয়ে ৪৪ মাস পর ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জিতে নেয়।
একটা দল একটা সিরিজ হারাতেই পারে। তাই বলে হোয়াইটওয়াশের লজ্জায় পড়বে। সবাই মধ্যেই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনিস অবশ্য বলছেন বাংলাদেশ ওমন বাজে দল নয়। তবে তিনি স্বীকার করে নিয়েছেন কিছু কিছু জায়গায় তামিমদের সমস্যা আছে, ‘এটা আমাদের আসল চেহারা না। অবশ্যই আমরা এর থেকে ভালো খেলি। ক্রিকেটে এটা হতেই পারে, একটা সিরিজ খুবই খারাপ যেতেই পারে। তবে কিছু কিছু জায়গায় আমাদের সমস্যা আছে। এই সমস্যাগুলো থেকে বের হয়ে আসার জন্য সিরিয়াসলি কাজ করতে হবে। যেমন ভালো ফিল্ডিং হওয়াটা খুব গুরুত্বপূর্ণ।’
লঙ্কা সফরে প্রথম দুই ম্যাচে মুশফিক ও শেষ ম্যাচে সৌম্য সরকার ব্যাটিং ভালো করেন। বল হাতেও সফল ছিলেন সৌম্য। কিন্তু তাদের ফিল্ডিং ছিল বাজে। যা অবশ্য গত বিশ্বকাপ থেকেই হয়ে আসছে। এসব সমস্যা থেকে দ্রুতই বের হতে হবে বলে মনে করেন জালাল ইউনিস। শুধু তাই নয় মিডিয়া কমিটির চেয়ারম্যান স্পষ্ট করে জানিয়েছেন, গেল সফরে টাইগারদের ব্যর্থতা খতিয়ে দেখা হবে, ‘দল হিসেবে ওরা (তামিমরা) খেলেনি। তারা কেন দল হিসেবে খেলতে পারলো না, সেটা আমরা অবশ্যই খতিয়ে দেখব।’
আসন্ন ঈদের কারণে আপাতত বিশ্রামেই থাকছেন ক্রিকেটাররা। তবে এরমধ্যে লঙ্কা সফরের ব্যর্থতা নিয়ে ক্রিকেটারদের সঙ্গে বসতে চাইছেন প্রধান নির্বাচক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, ‘ইচ্ছা আছে ঈদ এর আগে ক্রিকেটারদের সাথে বসে তাদের কথা শুনব। সম্ভবত: ৫ আগস্ট ডেটলাইন ঠিক করতে চাই। কারন সামনে ঈদ এর ছুটি আছে।’
২০ আগস্ট থেকে স্কিল ক্যাম্প শুরু হতে পারে টাইগারদের। মূলত এরপর থেকেই ব্যস্ত হয়ে পড়েবেন তামিম ইকবাল-সাকিব আল হাসানরা।
Discussion about this post