টি-টুয়েন্টি সিরিজেও বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল নিয়ে খেলতে নামবে নিউজিল্যান্ড। সোমবার ঘোষিত দলে আছেন দেশটির ঘরোয়া টুর্নামেন্ট দুর্দান্ত খেলা ব্যাটসম্যান টম ব্রুস। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজেও কেন উইলিয়ামসন থাকছেন কিউই দলের নেতৃত্বে। অবশ্য কেন উইলিয়ামসন এখন তিন ফরম্যাটেই নিউজিল্যান্ড দলের হয়ে খেলছেন। ১৪ সদস্যের দলে কোরি অ্যান্ডারসনও আছেন। তবে প্রথম ম্যাচে বিশ্রামে পেসার ট্রেন্ট বোল্ট।
বলা দরকার, নতুন বছরের ৩ জানুয়ারি শুরু হবে টাইগার-কিউই টি-টুয়েন্টি লড়াই। পরের ম্যাচ দুটো ৬ ও ৮ জানুয়ারি। এরপর দুটি দেশ দুই ম্যাচের টেস্ট সিরিজের মুখোমুখি হবে।
নিউজিল্যান্ডের টি-টুয়েন্টি দল-
কেন উইলিয়ামসন (অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, টম ব্রুস, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, কলিন মানরো, জেমস নিশাম, লুক রনকি, মিচেল স্যান্টনার, ইশ সোধি এবং বেন হুইলার।
টি-টুয়েন্টি সিরিজ-
তারিখ ম্যাচ সময় (বাংলাদেশ)
৩ জানুয়ারি, ২০১৭ প্রথম টি-টোয়েন্টি দুপুর ১২টা
৬ জানুয়ারি দ্বিতীয় টি-টোয়েন্টি সকাল ৮টা
৮ জানুয়ারি তৃতীয় টি-টোয়েন্টি সকাল ৮টা।
টেস্ট সিরিজ
তারিখ ম্যাচ সময় (বাংলাদেশ)
১২ জানুয়ারি প্রথম টেস্ট ভোর ৪টা
২০ জানুয়ারি দ্বিতীয় টেস্ট ভোর ৪টা।
Discussion about this post