ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সেরা দলটা নিয়ে বাংলাদেশে আসতে পারেনি অস্ট্রেলিয়া। সফর শুরুর আগেই জানা গিয়েছিল আসতে পারবেন না দুই সেরা তারকা ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ। শেষদিকে এসে চোটে পড়ে অ্যারন ফিঞ্চও ছিটকে পড়েছেন। তারপর অধিনায়কের নাম ঘোষণা না করেই বাংলাদেশে পা রাখে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল। এবার তারা জানাল কে নেতৃত্ব দেবেন অজি দলের।
টাইগারদের বিপক্ষে ৫ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন ম্যাথু ওয়েড। এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে অধিনায়ক করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সোমবার খবরটি নিশ্চিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া।
নেতৃত্ব পেয়ে আশার কথা শুনিয়েছেন ওয়েড। বলেন, ‘আমার মনে হয়, মিডল অর্ডারে ব্যাট করব আমি। বিশ্বকাপের দিকে তাকিয়ে মিডল অর্ডারেই ব্যাট করব আর সেখানে কয়েকটি ম্যাচ খেলব। এরপর বিশ্বকাপের জন্য যদি টপ অর্ডারে যেতে হয়, সেটি তো পারবই।’
ওয়েস্ট ইন্ডিজ সফরে চোটে আক্রান্ত হন ফিঞ্চ। তার জায়গায় সুযোগ পেয়ে গেলেন ওয়েড। বাংলাদেশ-অস্ট্রেলিয়ার প্রথম টি-টুয়েন্টি ৩ আগস্ট। পরের চার ম্যাচ যথাক্রমে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। মিরপুরের শেরেবাংলায় প্রতিটি ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়।
বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া দল:
ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহানডর্ফ, অ্যালেক্স ক্যারি, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, নাথান অ্যালিস , জস হ্যাজেলউড, মোয়াসেস হেনরিকস, মিচেল মার্শ, মিচেল স্টার্ক, বেন ম্যাকডারমট, জশ ফিলিপে, তানভীর সাঙ্গা (রিজার্ভ), মিচেল সুয়েপসন, অ্যাস্টন টার্নার, অ্যান্ড্রু টাই ও অ্যাডাম জাম্পা।
Discussion about this post