সামনেই দুটো মিশন। বছরের প্রথম মাসে ত্রিদেশীয় সিরিজ। তারপর শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট আর টি-টুয়েন্টির লড়াই। তার আগে বুধবার থেকে বাংলাদেশ দলের শুরু প্রস্তুতি ক্যাম্প। প্রাথমিক দলের ৩২ সদস্যের মধ্যে প্রথম দিন ছিলেন না মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, ইমরুল কায়েস অার মোহাম্মদ মিথুন।
পরিবারের সঙ্গে থাইল্যান্ডে রয়েছেন মাশরাফি বিন মুর্তজা। তামিম ইকবাল ও ইমরুল কায়েস আছেন ছুটিতে। ইনজুরির কারণে প্রথমদিন ক্যাম্পে ছিলেন না মিথুন। এছাড়া বাকি ২৮ ক্রিকেটার সকালে ট্রেনার মারিও ভিল্লাভারায়নের কাছে রিপোর্ট করেন। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে বুধবার ফিটনেসের পরীক্ষা দিয়ে সাকিব আল হাসান-মুশফিকুর রহিমদের প্রস্তুতি ক্যাম্প শুরু হয়। প্রথম দিনে বিপ টেস্টও দেন অনুশীলনে থাকা ক্রিকেটাররা।
ক্রিকেটার ফিটনেস ও বিপ টেস্টের পর সন্তুষ্টি প্রকাশ করেছেন মারিও ভিল্লাভারায়ন। আসন্ন ত্রিদেশীয় ও শ্রীলঙ্কা সিরিজের আগে এ নিয়ে তিনি আরও কাজ করবেন।
বাংলাদেশের প্রাথমিক দল
মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, লিটন দাস, এনামুল হক, নাজমুল ইসলাম শান্ত, মুমিনুল হক, সাদমান ইসলাম, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, আবু হায়দার, আবু জায়েদ, শুভাশিস রায়, রুবেল হোসেন, আবুল হাসান, কামরুল ইসলাম রাব্বী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, সানজামুল ইসলাম, আরিফুল হক, মেহেদী হাসান ও সাইফউদ্দিন।
Discussion about this post