ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সন্দেহ নেই বড় প্রাপ্তি বাংলাদেশ ক্রিকেটের। তিনি কিংবদন্তি ক্রিকেটার। অভিজ্ঞতায় বেশ সমৃদ্ধ। সেই ড্যানিয়েল ভেট্টোরিকে স্পিন কোচ আসছেন বাংলাদেশে। নিউজিল্যান্ডের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ এ উইকেটশিকারি ১০০ দিন কাজ করবেন টাইগার স্পিনারদের সঙ্গে। নভেম্বরে ভারত সফরের আগে দায়িত্ব বুঝে নেবেন।
সাকিবের সঙ্গেই কাজ করার সুযোগ পেয়ে খুশি ভেট্টোরি, ‘সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম এবং অন্য উঠতি তরুণদের সঙ্গে কাজ করাটা হবে আনন্দের। অনেক আগ্রহ নিয়ে কাজ শুরু করতে চাই আমি।’
ক্রিকেটার হিসেবে বাংলাদেশের বিপক্ষে দারুণ কিছু স্মৃতি আছে ভেট্টোরির। বাংলাদেশের বিপক্ষে ৯ টেস্টে ৫১ উইকেট তুলেছেন এই স্পিনার। ওয়ানডেতে নেন ৩১। ২০১৫ সালে অবসর নিউজিল্যান্ডের এই কিংবদন্তি বলেন, ‘অনেক দিন ধরেই বাংলাদেশ ক্রিকেট অনুসরণ করি। দেশটি সফরে অনেক ভালো কিছু স্মৃতি আছে। এ দলটা উঠে আসছে এবং অভিজ্ঞতার সঙ্গে সম্ভাবনা রয়েছে অনেকের।’
তিন ফরম্যাট মিলিয়ে বাঁহাতি স্পিনারদের মধ্যে ভেট্টোরির উইকেটসংখ্যাই সর্বোচ্চ ৭০৫। তারপরই ৫৫৩ উইকেট নিয়ে রয়েছেন সাকিব। নিউজিল্যান্ডের জার্সিতে খেলেছেন ১৮ বছর। তিন ফরম্যাট মিলে এ বাঁহাতি খেলেছেন ৪৪২ ম্যাচ। সেই ভেট্টোরি নতুন দ্বািয়ত্ব পেয়ে বলেন, ‘বাংলাদেশের জন্য স্পিন বোলিং বরাবরই শক্তির জায়গা। আধুনিক সময়ের দাবি মিটিয়ে খেলোয়াড় ও কোচ হিসেবে আমি নিজের জ্ঞান ভাগ করে নিতে চাই। বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিতে বোলারদের সাহায্য করতে চাই, যে তারা নিজেদের প্রতিভা মেলে ধরতে পারে।’
শনিবার স্পিন কোচ হিসেবে বিসিবি ভেট্টোরির নাম ঘোষণা করে। কোর্টনি ওয়ালশের জায়গা পেস বোলিং কোচ হলেন দক্ষিণ আফ্রিকার চার্লস ল্যাঙ্গেভেল্ট।
Discussion about this post