ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শেষ পর্যন্ত ঠিকই মাঠে থাকলেন সাকিব আল হাসান। অথচ আগের দিন চট্টগ্রাম টেস্টে খেলতে পারবেন কীনা এনিয়ে নিজেই শঙ্কায় ছিলেন। তবে অনিশ্চয়তা উড়িয়ে বৃহস্পতিবার সকালে টস করতে নামেন সাকিব আল হাসান। ক্রেইগ ব্র্যাথওয়েটের সঙ্গে টসে জয় তারই।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করতে নামল বাংলাদেশ।
অবশ্য নেমেই শুরুতে দল হারাল সৌম্য সরকারের উইকেট। কোন রান না করেই সাজঘরের পথ ধরেন এই ওপেনার।
দ্বিতীয় মেয়াদে অধিনায়ক হওয়ার পর দেশের মাটিতে এটিই সাকিবের প্রথম টেস্ট। আর অধিনায়ক হয়ে নিজের সেই প্রথম টেস্টে টস জিতলেন তিনি।
চট্টগ্রামে টেস্ট অভিষেক হচ্ছে স্পিনার নাঈম হাসানের। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলে একাদশে উঠে এসেছেন তিনি। তার সঙ্গে একাদশে জায়গা পেয়েছেন সৌম্য সরকার। তবে একাদশে নেই পেসার সৈয়দ খালেদ আহমেদ ও অলরাউন্ডার আরিফুল হক।
ক্যারিবীয়দের বিপক্ষে চার স্পিনার, এক পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। দলে একমাত্র পেসার মুস্তাফিজুর রহমান। স্পিনে অভিষিক্ত অফ স্পিনার নাঈম হাসানের সঙ্গে আছেন সাকিব, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। স্পিন দিয়েই টেস্টে দাপ দেখাতে চাইছে স্বাগতিকরা।
বাংলাদেশ একাদশ-
সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম ও নাঈম হাসান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ-
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), কাইরন পাওয়েল, শেই হোপ, সুনিল আমব্রিস, রোস্টন চেইস, শিমরন হেটমায়ার, শেন ডাওরিচ, দেবেন্দ্র বিশু, জোমেল ওয়ারিক্যান, শ্যানন গ্যাব্রিয়েল ও কেমার রোচ।
Discussion about this post