দক্ষিণ আফ্রিকায় অতিথি দলের জন্য সাফল্য পা্ওয়া সহজ নয়। তবে পেস বোলারদের জন্য লড়াইটা অনেক সময় সহজ হয়। যদিও টেস্টের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে তেমন কিছুই করতে পারেনি দল। ব্যাটসম্যানরা যা একটু লড়েছেন, ব্যর্থ বোলাররা। ছন্দ খুঁজে পাননি ক্উ। এ কারণ্ই টেস্টের আগে বোলিং কোচ কোর্টনি ওয়ালশদের সঙ্গে কঠোর অনুশীলন করছেন বাংলাদেশ দলের পেসাররা। ঠকি এ অবস্থায় নতুন প্রত্যয় তাসকিন আহমেদের। গতির ঝড় তুলে প্রতিপক্ষকে কঠিন পরীক্ষায় ফেলতে চান তিনি।
জাতীয় দলের এই তারকা পেসার মনে করেন প্রস্তুতি ম্যাচের মতো প্রথম টেস্টে ভুল করবে না টাইগাররা। তিনি বলেন, ‘পেসারদের এখানে ভালো করাটা জরুরি। বেনোনির মতো স্লো উইকেট এখানে হবে না আশা করছি। এখানকার উইকেট একটু বেশি গতিসম্পন্ন। পেসারদের ভালো করতে হবে। আমি বিশ্বাস করি, পেসাররা ভালো না করলে এখানে ম্যাচ জেতাটা কষ্টকর হবে।’
বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের লড়াইয়ে নামছে বাংলাদেশ। তার আগেই ধীরে ধীরে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিচ্ছেন তাসকিনরা। যেমনটা বলছিলেন এই পেসার, ‘প্রস্তুতি ম্যাচে কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়াতে কিছুটা কষ্ট হয়েছে। তবে আমরা মানিয়ে নিচ্ছি। আশা করছি, প্রথম টেস্টের আগে সব ঠিক হয়ে যাবে।’
শিষ্যদের নিয়ে আশাবাদী টাইগার বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। জানাচ্ছিলেন, ‘বোলিংয়ে গভীরতা আছে, আছে বৈচিত্র্যও। আর এটাকে আমরা শুরু মাঠে প্রয়োগ করতে চাই। আমরা যদি স্পটে বল করতে পারি তবে ওদের ২০ উইকেট নেয়াটা মোটেই কঠিন হবে না। বাংলাদেশের বোলাররা সেটি করে দেখাতে সবাই মুখিয়ে আছে। আশা করি ভালো কিছু হবে। ’
সবকিছু ঠিক থাকলে পচেফস্ট্রমে ৫ পেসার নিয়ে খেলতে পারে বাংলাদেশ। এরইমধ্যে জটিলতা কাটিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন রুবেল হোসেন।
Discussion about this post