কলম্বো টেস্টের প্রথম দিন থেকেই আঁচ করা যাচ্ছিল জিততে যাচ্ছে শ্রীলঙ্কা। মাহেলা জয়াবর্ধনের বিদায়ী টেস্টটাকে স্মরণীয় করে রাখতেই মরিয়া হয়ে লড়েছেন তার সতীর্থরা। শেষ পর্যন্ত তাদেরই জয় হল। সোমবার পঞ্চম দিন সকালেই উৎসব সেরে নিল তারা। পাকিস্তানের বিপক্ষে দল তুলে নিল ১০৫ রানের সহজ এক জয়।
তাতেই দুই ম্যাচের টেস্ট সিরিজ তারা জিতল ২-০’তে।
পঞ্চম দিনে পাকিস্তানের ৭ উইকেটে ১২৭ রান নিয়ে খেলা শুরু করে। জয়ের জন্য তখন বাকী ১৪৪ রান। কিন্তু ১৬৫ রানে আটকে যায় পাকিস্তান।
চিকিৎসকের পরামর্শে সফরকারী দলের ব্যাটসম্যান জুনায়েদ খান মাঠে নামেন নি।
বিদায় বেলায় সতীর্থরা দারুণ এক জয় উপহার দিলেন মাহেলাকে।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা: ১ম ইনিংসে ৩২০/১০ (থারাঙ্গা ৯২, সিলভা ৪১; জুনায়েদ ৫/৮৭, ওয়াহাব ৩/৮৮) ও ২য় ইনিংসে ২৮২/১০ (থারাঙ্গা ৪৫, সাঙ্গাকারা ৫৯, জয়াবর্ধনে ৫৪, ম্যাথুস ৪৩*, ডিকওয়েলা ২১, ওয়েলেগেদারা ০; ওয়াহাব ৩/৭৬, আজমল ৩/৮৯)।
পাকিস্তান: ১ম ইনিংসে ৩৩২/১০ (সরফরাজ ১০৩, শেহজাদ ৫৮; হেরাথ ৯/১২৭) ও ২য় ইনিংসে ১৬৫/১০ (শফিক ৩২, সরফরাজ ৫৫; হেরাথ ৫/৫৭)
ফল: শ্রীলঙ্কা ১০৫ রানে জয়ী
ম্যাচসেরা: রঙ্গনা হেরাথ
সিরিজ: শ্রীলঙ্কা ২ টেস্টের সিরিজে ২-০’তে জয়ী
###############################
হেরাথের রেকর্ড, মাহেলা-সাঙ্গাকারার ব্যাটে রান
রঙ্গনা হেরাথ আতংকেই শেষ পাকিস্তান। তার স্পিন জাদুর সামনে অসহায় আত্মসমর্পন করল সফরকারীরা। আর তাতেই শনিবার রীতিমতো রেকর্ড গড়ে ফেললেন শ্রীলঙ্কান এই স্পিনার। ৩৩.১ ওভার বল করে ১২৭ রান দিয়ে নিলেন ৯ উইকেট। টেস্ট ক্রিকেটে বাঁহাতি বোলারদের মধ্যে এক ইনিংসে সেরা বোলিং ফিগারটি এখন তারই। শতবর্ষেরও বেশি পুরনো একটা রেকর্ড ভাঙ্গলেন এই লঙ্কান। ১৮৮৯ সালের ২৫ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১ রান দিয়ে জনি ব্রিগিস নেন ৮ উইকেট।
হেরাথের এমন রেকর্ড গড়া বোলিংয়ের সামনে পড়ে পাকিস্তান কলম্বো টেস্টে তাদের ১ম ইনিংসে অলআউট ৩৩২ রানে। এর আগে লঙ্কানরা ১ম ইনিংসে অলআউট হয়ে তুলে ৩২০ রান। ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা মাহেলা জয়াবর্ধানে করেন মাত্র ৪ রান।
তবে দ্বিতীয় ইনিংসে পুষিয়ে দিচ্ছেন সেই ব্যর্থতা। সঙ্গে আরো একবার অপ্রতিরোধ্য কুমার সাঙ্গাকারা। দুই বন্ধুর দৃঢ়তায় ২য় ইনিংসে তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার রান ১৬৫ রানে এগিয়ে স্বাগতিকরা।
সাঙ্গাকারা ৫৪ ও জয়াবর্ধনে ৪৯ রানে দিন শেষে অপরাজিত ছিলেন।
দিলুরুয়ান পেরেরা একটা উইকেট না নিলে টেস্ট ক্রিকেটের বিরল আরেকটা রেকর্ড ছুঁতে পারতেন হেরাথ। শতবর্ষেরও পুরনো টেস্ট ইতিহাসে দু’জন বোলারই ইনিংসে ১০ উইকেট নিয়েছেন। একজন ইংল্যান্ডের জিম লেকার। সেটা ১৯৫৬ সালে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। আরেকজন তারই ভারতের অনিল কুম্বলে। ১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেট নেন এই স্পিনার।
স্বদেশী মুত্তিয়া মুরালিধরনের মতো ইনিংসে ৯ উইকেট নিয়ে খুশি থাকতে হল হেরাথকে। ২০০২ সালে ক্যান্ডিতে জিম্বাবুয়ের বিপক্ষে ৯ উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা: ১ম ইনিংসে ৩২০/১০ (থারাঙ্গা ৯২, সিলভা ৪১, সাঙ্গাকারা ২২, ম্যাথুস ৩৯; জুনায়েদ ৫/৮৭, ওয়াহাব ৩/৮৮)এবং ২য় ইনিংসে ১৭৭/২ (থারাঙ্গা ৪৫, সিলভা ১৭, সাঙ্গাকারা ৫৪*, মাহেলা ৪৯*; রেহমান ২/৬৫)
পাকিস্তান: ১ম ইনিংসে ৩৩২/১০ (শেহজাদ ৫৮, শফিক ৪২, সরফরাজ ১০৩; হেরাথ ৯/১২৭)
Discussion about this post