অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে প্রস্তুতিটা জয় দিয়ে শুরু হল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের। দুবাইয়ে তাদের প্রথম প্রস্তুতি ম্যাচে সহজেই ১৬৫ রানের বড় ব্যবধানে হারাল পাপুয়া নিউগিনিকে। টস জিতে ব্যাটিংয়ের বাংলাদেশ ৫০ ওভারে ৯ উইকেটে ২৮১ রান তুলে। ৬৪ রান করেন ইয়াসির আলী। জবাব দিতে নেমে ৪০.৩ ওভারে ১১৬ রানে অল আউট হয়ে যায় পাপুয়া নিউগিনি।
বিশ্বকাপে বাংলাদেশ ‘বি’ গ্র“পে তাদের প্রথম ম্যাচে ১৫ ফেব্র“য়ারি মুখোমুখি হবে আফগানিস্তানের।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ : ২৮১/৯, ৫০ ওভার (শাদমান ৪৯, জয়রাজ ২৯, নাজমুল ১৭, ইয়াসির ৬৪, মেহেদি ১৬, হায়দার ১৫, জাকির ১৮*, মোসাদ্দেক ৩২*; হেকুর ৩/৫০, মোরেয়া ২/৪৭)।
পিএনজি অনূর্ধ্ব-১৯ : ১১৬/১০, ৪০.৩ ওভার (টোকা ৩৫, উইলি ১১, মোরেয়া ২১*; মুস্তাফিজুর ২/১০, মেহেদি ২/১৬, রাহাতুল ২/৩২)।
ফল : বাংলাদেশ ১৬৫ রানে জয়ী।
Discussion about this post