করোনাকালে শুরু হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এবারের আসরের প্রথম ম্যাচেই হাসিমুখ সাকিব আল হাসানের। মেহেদী হাসান মিরাজের চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে জয়ে টুর্নামেন্ট শুরু করেছে সাকিবের ফরচুন বরিশাল।
শুক্রবার ছুটির দিনে চট্টগ্রামের বিপক্ষে বরিশাল জিতল ৪ উইকেটে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চট্টগ্রাম ২০ ওভারে করে ১২৫ রান। ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ১ উইকেট নেন সাকিব আল হাসান। বেনি হাওয়েল করেন ২০ বলে ৪১ রান। এরপর সৈকত আলি পথ দেখান বরিশালকে। শেষটাতে ৮ বল বাকি রেখে দলকে জয় এনে দেন জিয়াউর রহমান।
দল না জিতলেও ম্যাচসেরা মেহেদী হাসান মিরাজ। ১৬ রানে ৪ উইকেট নেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর-
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ২০ ওভারে ১২৫/৮ (লুইস ৬, জ্যাকস ১৬, আফিফ ৬, সাব্বির ৮, মিরাজ ৯, শামীম ১৪, নাঈম ১৫, হাওয়েল ৪১, মুকিদুল ৪*, শরিফুল ০; নাঈম ৪-০-২৫-২, সাকিব ৪-০-৯-১, জোসেফ ৪-০-৩২-৩, লিন্টট ৪-০-১৮-১, ব্রাভো ৪-০-৩৯-১)।
ফরচুন বরিশাল: ১৮.৪ ওভারে ১২৬/৬ (শান্ত ১, সৈকত ৩৯, সাকিব ১৩, হৃদয় ১৬, ইরফান ১৬, ব্রাভো ১২*, সালমান ০, জিয়াউর ১৯*; নাসুম ৪-০-১৯-০, মিরাজ ৪-০-১৬-৪, শরিফুল ৩-০-২৯-০, জ্যাকস ১-০-৭-০, হাওয়েল ৩.৪-০-২৬-০, মুকিদুল ৩-০-২৫-১)।
ফল: ফরচুন বরিশাল ৪ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মেহেদী হাসান মিরাজ
Discussion about this post