শেষ ম্যাচে এসে এবার ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শিরোপা নিস্পত্তি হচ্ছে! পয়েন্ট টেবিল জানাচ্ছে- আবাহনী লিমিটেড, লিজেন্ডস অব রূপগঞ্জ আর শেখ জামাল ধানমন্ডি ক্লাব তিন দলের যে কেউ জিততে পারে শিরোপা। শিরেপা নির্ধারনী ম্যাচে বিকেএসপিতে আবাহনীকে বড় ব্যবধানে হারিয়ে শিরোপা উল্লাসে মাততে চায় লিজেন্ডসরা। তবে শিরোপা নির্ধারণী ম্যাচটি মিরপুরের শেরেবাংলায় আয়োজন না করা নিয়েও উঠেছে প্রশ্ন। মহা-গুরুত্বপূর্ণ ম্যাচটি মুল ভেন্যুতে চেয়েছিল লিজেন্ডসরা। কিন্তু আয়োজকরা বিকেএসপিকেই ভেন্যু হিসেবে রেখেছেন।
সুপার লিগের শেষ ম্যাচে পয়েন্ট টেবিলে আবাহনীর চেয়ে ২ পয়েন্ট পেছনে থেকে দুইয়ে রূপগঞ্জ। রুপগঞ্জের বিপক্ষে জিতলেই ডিপিএল চ্যাম্পিয়ন হয়ে যাবে আবাহনী। ম্যাচটি যদি টাই হয়, তাহলে ঢাকার ঐতিহ্যবাহী দলটিকে খেলাঘরের বিপক্ষে শেখ জামালের হার প্রার্থনা করতে হবে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে খুব বড় ব্যবধানে হার এড়ানো। আর আবাহনীর বিপক্ষে যদি রূপগঞ্জ জিতে যায়, আর খেলাঘরকে যদি হারিয়ে দেয় শেখ জামাল তাহলে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে যাবে জামাল।
এরপরই আসবে তিন দলের মুখোমুখি লড়াইয়ে অবস্থান। সেখানে অবশ্য এগিয়ে থাকবে জামাল। কেননা দলটি দুইবার রূপগঞ্জ ও একবার আবাহনীকে হারিয়েছে। একইভাবে শিরোপা জেতার দারুন সম্ভাবনা রয়েছে রূপগঞ্জেরও। এজন্য আবাহনীকে বড় ব্যবধানে হারাতে হবে তাদের। শেখ জামালকে হারতে হবে খেলাঘরের কাছে।
এই ম্যাচের আগে এতো জটিল হিসাব-নিকাশ ভাবতে রাজী নন নাঈম ইসলামরা। সেরাটা দিয়ে আবাহনীকে হারানোই লক্ষ্য। অবশ্য এটাও সত্য ম্যাচ অফিসিয়াল, ডিপিএল কতৃপক্ষ ও আবাহনীর দর্শকদের সঙ্গে লড়তে হবে তাদের। অতীতের ইতিহাস এই ম্যাচে সুখকর কোন বার্তা দিতে দিচ্ছে না। কিন্তু প্রতিকুলতা টপকে জয়েই চোখ সাবেক চ্যাম্পিয়নদের।
Discussion about this post