চট্টগ্রাম থেকে স্বস্তির ড্র নিয়ে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার ঢাকা মিশন। বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এই ম্যাচ জিতে সিরিজটাই নিজেদের করে নিতে চায় মাহমুদউল্লাহ রিয়াদের দল। সকাল সাড়ে নয়টায় মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে প্রথম দিনের খেলা।
তার আক্রমনাত্মক ক্রিকেটেরই প্রতিশ্রুতি থাকল অধিনায়ক রিয়াদের। বুধবার বলছিলেন, ‘মিরপুর টেস্টটা আমাদের জন্য দারুণ একটা সুযোগ। অনেকদিন টেস্ট সিরিজ জেতা হয়নি বলে এটা ভালো একটা সুযোগ। সব খেলোয়াড়ই ইতিবাচক চিন্তা করছে। মাঠে কাজে লাগাতে পারলে ফলটা ভালো আসবে।’ শেরে বাংলা স্টেডিয়ামে সর্বশেষ ২ টেস্টে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় সাহস যোগাচ্ছে বাংলাদেশকে। সাকিব আল হাসানের ইনজুরিতে নেতৃত্ব পাওয়া মাহমুদউল্লাহ জানালেন, ‘চট্টগ্রাম টেস্টের মতই খেলব, ইতিবাচক মানসিকতা থাকবে। বন্দর নগরীতে ব্যাটসম্যানরা বেশ ইতিবাচক ছিল, অ্যাগ্রেসিভ ছিল। একই মনোভাব থাকবে। দেখে মনে হয়েছে মিরপুরের উইকেট শুষ্ক। এই উইকেটে ফলাফল আশা করতে পারি। মনে হচ্ছে স্পিনারদের জন্য সহায়ক হবে উইকেট।’
সেই ২০১৪ সালের পর টেস্ট সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। এবার সুযোগটা কাজে লাগাতে চান মাহমুদউল্লাহ।বলেন,‘এই টেস্টটা আমাদের জন্য দারুণ একটা সুযোগ। অনেকদিন টেস্ট সিরিজ জেতা হয়নি বলে এটা ভালো একটা সুযোগ। প্রতিটি খেলোয়াড়ই ইতিবাচক চিন্তা করছে। মাঠে কাজে লাগাতে পারলে ফলটা ভালো আসবে।’ এই টেস্ট জিতলে আইসিসি রেংকিংয়ের আট নম্বরে উঠবে বাংলাদেশ।
কেমন হবে দ্বিতীয় টেস্টের একাদশ? স্পিনার আব্দুর রাজ্জাক কি সুযোগ পাবেন? রিয়াদ জানালেন, ‘খেলার জন্য উনি (রাজ্জাক) বিবেচনায় আছেন। আমরা একাদশ চূড়ান্ত করিনি। টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে চূড়ান্ত করব। বোলিং কম্বিনেশন নিয়ে আমরা আসলে ভিন্ন কিছু ভাবছি। ভিন্ন কোনো বোলার যদি খেলাতে পারি, সেটা ভাবছি। ওটা দেখার বিষয়।’
অন্যদিকে শ্রীলঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমাল সংবাদ সম্মেলনে জানালেন, ‘সান্দাকান আমাদের উইকেট টেকিং বোলার। যদি উইকেটটা ভাল ব্যবহার করে ও, তাহলে রঙ্গনা হেরাথ এবং দিলুরুয়ান পেরেরা তাদের কাজটি ধরে রাখতে পারবে। আমরা তাদেরকে উইকেট নিতে এখানে এনেছি, সেটাই তাদের কাজ।’
সন্দেহ নেই মরন কামড় দেবে লঙ্কানরাও। চন্ডিকা হাথুরুসিংহে টেস্ট সিরিজটা হারতে চাইবেন না। কিন্তু মিরপুরের হোম অব ক্রিকেটে তাকে দুঃসহ স্মৃতি দিতে চায় টাইগাররা।
Discussion about this post