ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দেশে থাকতেই বাংলাদেশের ক্রিকেটাররা প্রথম ম্যাচটাতে চোখ রেখেছিল। শুরুটা ভাল হলে লক্ষ্য পূরণের পথটা প্রস্বস্ত হয়। সেই পথে শনিবার বিকেলে মাশরাফি বিন মতুর্জার দল মুখোমুখি হবে শ্রীলঙ্কার। যেখানে জয়ের প্রত্যয় থাকছে টাইগারদের।
দীর্ঘ ২৩ বছর পর আরব আমিরাতে এশিয়া কাপ ক্রিকেট। উদ্বোধনী ম্যাচের আগে টাইগারদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কন্ডিশন। দুবাইয়ে আবহাওয়া প্রতিকুল। প্রচন্ড গরম। মানিয়ে নিতে অনেক কষ্ট সহ্য করতে হচ্ছে। অবশ্য একই অবস্থা হবে শ্রীলঙ্কারও।
বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে নামবে বাংলাদেশ।
শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের শেষবার সাক্ষাত হয় গত মার্চে, নিদাহাস ট্রফিতে। টি-টুয়েন্টি ফরম্যাটের ঐ টুর্নামেন্টে দু’বারের লড়াই প্রত্যেকবারই জিতে সাকিব আল হাসানের দল। তারও আগে গত জানুয়ারিতে ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লিগ পর্বের প্রথম ম্যাচে লঙ্কানদের মাশরাফির দল। তবে লিগ পর্বের শেষ ম্যাচ ও ফাইনালে হারে টাইগাররা।
এবার ওয়ানডে লড়াইয়ে মাঠে নামার আগে চ্যালেঞ্জ থাকছে মাশরাফিদের। দুবাইয়ের উইকেটে আবহাওয়া বেশ ভোগাতে পারে! তবে দলের অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান বলেন, ‘সাফল্য পেতে হলে সবার আগে নিজেদের কাজগুলো ঠিক রাখতে হবে। তাই আমরা ট্রফি জয় নিয়ে ভাবার চেয়ে নিজেদের কাজগুলো নিয়েই বেশি মনোযোগী।’
এখানেই শেষ নয়, সাকিব আরো বলেন, ‘দেখুন, আমরা আশাবাদী। ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ ভালো কেটেছে। গ্রুপের বাকি দুটি দল (শ্রীলঙ্কা ও আফগানিস্তান) ভালো ক্রিকেট খেলছে। বিশেষ করে ৫০ ওভারের সংস্করণে। গ্রুপপর্ব টপকাতে তাই সেরা ক্রিকেটই খেলতে হবে আমাদের।’
আবার শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ বলেন, ‘শ্রীলঙ্কা খুব ভালো দল। ম্যাচ জেতানোর মতো তাঁদের বেশ কিছু খেলোয়াড় রয়েছে। তাই দু-একজন খেলোয়াড়ের ওপর আলাদা করে নজর রাখলে হবে না। ১১জন খেলবে এবং তাঁদের সবার বিপক্ষেই আমাদের ভালো খেলতে হবে।’
Discussion about this post