ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তিনিই যে দলের সেরা তারকা! মাঠে ব্যাট হাতে সেটা আরও একবার বুঝিয়ে দিলেন তামিম ইকবাল। এই তারকা ক্রিকেটারের অসাধারণ ইনিংসেই জয় তুলে নেয় ফরচুন বরিশাল। ফর্মে থাকা মিনিস্টার গ্রুপ রাজশাহীকে টুর্নামেন্টে প্রথমবারের মতো হারের অভিজ্ঞতা দিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছে ফরচুন বরিশাল।
শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রাজশাহীর বিপক্ষে ৫ উইকেটে জয় তুলে নিয়েছে বরিশাল।
ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে রাজশাহী ১৩৩ রানে থামে। এরপর বরিশাল শেষ দিকে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে। এরপর তামিম দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। বরিশাল অধিনায়ক করেন ৬১ বলে অপরাজিত ৭৭ রান। জয়ের নায়ক তো তিনিই।
কামরুল রাব্বির শিকার ২১ রানে নেন ৪ উইকেট। ৪ ওভারে ১৮ রানে ২ উইকেট নেন মিরাজ।
তবে ম্যাচটা তামিমেই হয়ে থাকল। ১০ চার ও ২ ছক্কা দলকে জিতিয়ে তবেই স্বস্তি পেয়েছেন তামিম ইকবাল। ম্যাচসেরা তিনিই।
সংক্ষিপ্ত স্কোর-
মিনিস্টার রাজশাহী: ২০ ওভারে ১৩২/৯ (শান্ত ২৪, ইমন ২৪, রনি ৬, আশরাফুল ৬, ফজলে রাব্বি ৩১, সোহান ০, মেহেদি , ফরহাদ ১, রেজাউর ২, মুকিদুল ১* ; তাসকিন ৪-০-১৯-১, সুমন ৩-০-৩৩-০, আবু জায়েদ ৪-০-২৯-১, মিরাজ ৪-০-১৮-২, কামরুল রাব্বি ৪-০-২১-৪, আফিফ ১-০-১১-০)।
ফরচুন বরিশাল: ১৯ ওভারে ১৩৬/৫ (তামিম ৭৭*, মিরাজ ১, পারভেজ ২৩, হৃদয় ১৭, আফিফ ০, ইরফান ৩, মাহিদুল ৪*; রেজাউর ২-০-১৭-০, ইবাদত ৩-০-১৯-১, মেহেদি ৪-০-৩২-১, ফরহাদ ৩-০-১৭-০, মুকিদুল ৪-০-২৭-২, শান্ত ৩-০-২০-০)।
ফল: ফরচুন বরিশাল ৫ উইকেটে জয়ী
ম্যাচসেরা: তামিম ইকবাল
Discussion about this post