হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হয়েছিল বাংলাদেশ যুব দলের। তবে জয়ে ফিরতে সময় নেয়নি রকিবুল হাসানের দল। যুব বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কানাডার বিপক্ষে বৃহস্পতিবার ৮ উইকেটে জিতল জুনিয়র টাইগাররা। সামনে ছিল মাত্র ১৩৬ রানের লক্ষ্য। এরপর ২ উইকেট হারিয়ে ১১৯ বল বাকি থাকতেই জয়ের বন্দরে নোঙর করে তারা।
বাংলাদেশকে এমন অনায়াস জয় এনে দেন ইফতিখার। ৮৯ বলে অপরাজিত ৬১ রান করেন তিনি। এর আগে দলকে জয়ের ভিত গড়ে দিয়ে ২৪ রানে ৪ উইকেট নেন ডানহাতি পেস বোলার রিপন। মেহরবও ৪ উইকেট নিয়েছেন ৩৭ রানে।
কানাডার অনুপ চিমা ১১৭ বলে ৭ চারে ৬৩ রান করেন। সেন্ট কিটসে ‘এ’ গ্রুপের ম্যাচ জিতে লড়াইয়ে ফিরল জুনিয়র টাইগাররা।
শনিবার গ্রুপের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে লড়বে বাংলাদেশ দল।
সংক্ষিপ্ত স্কোর-
কানাডা অনূর্ধ্ব-১৯ দল: ৪৪.৩ ওভারে ১৩৬/১০ (চিমা ৬৩, মিহির ১১, মোহিত ১২, কৈরভ ১৪; আশিকুর ৯-১-২১-২, তানজিম ৬-০-২৪-০, রকিবুল ৯-২-২৭-০, রিপন ৮.৩-০-২৪-৪, মেহরব ১০-১-৩৭-৪, আরিফুল ২-০-৩-০)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৩০.১ ওভারে ১৪১/২ (মাহফিজুল ১২, ইফতিখার ৬১*, নাবিল ৩৩, আইচ ২০*; পারমভির ৫-০-২৪-১, গিবসন ৫-০-১৮-১)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৮ উইকেটে জয়ী
Discussion about this post