ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মেহেদি হাসান মিরাজের দুর্দান্ত বোলিংয়ের সুবাদে প্রথম ইনিংসে ১৭১ রানের বড় লিড পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে সেই লিড টাইগাররা নিতে পেরেছে ২১৮ রানে। শনিবার হাতে থাকা ৭ উইকেট নিয়ে যা আরও বাড়িয়ে নিতেই মাঠে নামবে স্বাগতিকরা। তবে শক্রবার চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষে স্পিনার তাইজুল ইসলাম বললেন, জয়ের জন্য ২৫০ রানই যথেষ্ট।
দ্বিতীয় ইনিংসে ৪৭ রান জড়ো করতেই অবশ্য তিনটি উইকেট হারিয়েছে টাইগাররা। তবে ক্যারিবীয়দের আড়াইশ রানের পুঁজি ছুঁড়ে দিতে পারলেই জয়ের জন্য তা যথেষ্ট বলে ভাবছে দল। এ ব্যাপারে তাইজুল বলেন, ‘হ্যাঁ, লিড নিয়ে আমি সন্তুষ্ট। এই উইকেটের জন্য তৃতীয় দিনে এটা ভালো লিড। এছাড়া কাল তো ব্যাটিং করব।’
চট্টগ্রামের উইকেটে কত রানের টার্গেট দিলে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম জয়ের দেখা পাবে বাংলাদেশ? এর জবাবে তাইজুল বলেন, ‘এই উইকেটে ২৫০ রানই যথেষ্ট। তবে একটা বিষয় আছে- আমাদের প্রথম সেশন যেরকম খারাপ বোলিং করেছি ওরকম বোলিং করলে এই রানে জেতা কঠিন হয়ে যাবে। দ্বিতীয় সেশনে যে বোলিং করেছি ওরকম করলে ২৫০ যথেষ্ট। তারপরও আমাদের আশা ওদের ৩০০-৩৫০ এর মত লক্ষ্য ছুঁড়ে দেওয়া। ৩০০-৩৫০ হলে জেতা সম্ভব ইনশাআল্লাহ।’
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে চট্টগ্রামের উইকেট ব্যাটসম্যানদের জন্য কঠিন হচ্ছে। তাইজুল তাই ব্যাটসম্যানদের মূল চ্যালেঞ্জ ভাবছেন প্রতিপক্ষ দলের স্পিনারদেরই।‘ওরা অবশ্যই ভালো বল করছে। প্রথম ইনিংসে ওদের স্পিনাররা ভালো করেছে, আজকেও ব্রেক থ্রু এনে দিয়েছে। যদি ভালো জায়গায় বল করে তাহলে আমাদেরও কঠিন হবে, চ্যালেঞ্জটা নিতে হবে।’
Discussion about this post