একদিন বিরতির পর সোমবার থেকে আবারো শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা। সন্ধ্যা ছয়টায় মুখোমুখি হবে রংপুর-সিলেট। তার আগে দুপুর একটায় নামছে ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ানস।
এবারের বিপিএলে সিলেটের চেয়ে শক্তির বিচারে অনেকটায় এগিয়ে রংপুর। কিন্তু মাঠের ক্রিকেটে ঠিক সেভাবে জ্বলে উঠতে পারছে না মাশরাফি বিন মুর্তজার দল। যা কিছুটা হলেও ভাবনায় ফেলেছে উত্তরাঞ্চলের দলটিকে। গত ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে হেরে সে কথা মোটেও লুকাতে পারেননি দলটির অধিনায়ক মাশরাফি। দলটির পরামর্শক পাকিস্তানের সাবেক কোচ ওয়াকার ইউনিস জানালেন, ‘আমাদের দলটা অভিজ্ঞ। এখানে ব্রেসনান, লিয়াম প্ল্যাঙ্কেটসহ কয়েকজন উঠতি খেলোয়াড়ও আছে। দলটা প্রতিভাবান তাতে কোনও সন্দেহ নেই। টুর্নামেন্টের শুরুটা দারুণ করেছিলাম। প্রথম তিন ম্যাচেই আমরা জিতেছি। কিন্তু দুর্ভাগ্যবশত ইনজুরি আমাদের কিছুটা পেছনে পাঠিয়ে দিয়েছে।’
সিলেটের তরুণ ক্রিকেটারদের নিয়ে কাজ শুরু করেছেন ওয়াকার। পাকিস্তানি কাংবদন্তি জানান, ‘আমি ফাস্ট বোলার ও ব্যাটসম্যানদের সাহায্যার্থে চেষ্টা করে যাচ্ছি। এর আগেও আমি এই কাজের সাথে সম্পৃক্ত ছিলাম। কখন কী করতে হবে সেটা আমি ভালো করেই জানি। পাশাপাশি এও জানি বিপিএলের মতো লিগগুলোতে আমার এমন প্রচেষ্টা কতটা ফলপ্রসূ হয়।’
বিপিএলে এখন পর্যন্ত ৬ ম্যাচে ৪ জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ঢাকা। অন্যদিকে ৫ ম্যাচে ৪ জয়ে টেবিলের দুইয়ে আছে কুমিল্লা।
Discussion about this post