বিস্ময়কর-অনেকটা অনায়াস লক্ষ্য হলেও পারল না বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল ৭ ওভারে ৪১ রান। কিন্তু সেই লক্ষ্যটাও পূরণ হয়নি। রোমাঞ্চ ছড়ানো লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম পাঁচ ওভার ভাল খেললেও শেষ দুই ওভারে সর্বনাশ। জয় হাতছাড়া বাংলাদেশের মেয়েদের।
সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারী এশিয়া কাপের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ রানে হারল নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ।
ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে লঙ্কান মেয়েরা বড় পুঁজি পায়নি। ১৮.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৩ রানের সংগ্রহ দাঁড় করায় লঙ্কান মেয়েরা। বৃষ্টি আইনে ৭ ওভারে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪১। কিন্তু এই সংগ্রহটাও করতে পারেনি বাংলাদেশ।আত্মঘাতী সব শটে একের পর এক উইকেট হারিয়ে দল তুলে মাত্র ৩৭ রান।
জিততে বাংলাদেশের শেষ ১২ বলে প্রয়োজন ছিল ১৪ রানের। নিগার সুলতানা-রুমানা আহমেদ লড়লেও লাভ হয়নি। ছক্কা মারতে গিয়ে রুমানা (৯ বলে ৮) ক্যাচ তুলে দেন। নিগারও (১১ বলে ১২) একইভাবে ব্যর্থ। শেষ ওভারে প্রয়োজন পড়ে ১১ রানের। এটাও হলো না।
এ অবস্থায় সেমি-ফাইনালের সম্ভাবনা কঠিন হয়ে গেল টাইগ্রেসদের। তবে জিইয়ে আছে আশা। শেষ ম্যাচে মঙ্গলবার প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে লড়বেন নিগার সুলতানারা।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা: ১৮.১ ওভারে ৮৩/৫ (হার্শিথা ১৮, আতাপাত্তু ১, আনুশকা ৮, হাসিনি ১১, নিলাকাশি ২৮*, কাভিশা ১১, ওশাদি ১*, সালমা ৩-০-৯-০, জাহানারা ৩.১-০-১৭-১, সোহেলি ২-০-৯-০, মেঘলা ৪-০-১৩-১, রুমানা ৩-০-১৪-২, ফাহিমা ৩-০-১৬-১)
বাংলাদেশ (লক্ষ্য ৭ ওভারে ৪১): ৭ ওভারে ৩৭/৭ (ফারজানা ৬, মুর্শিদা ১, নিগার ১২, রুমানা ৮, সোবহানা ১, রিতু ৩*, ফাহিমা ১, সালমা ২, জাহানারা ০*; সুগান্দিকা ২-০-৯-০, ওশাদি ২-০-১৩-১, ইনোকা ২-০-৭-৪, কাভিশা ১-০-৬-০)।
ফল: ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে শ্রীলঙ্কা ৩ রানে জয়ী।
ম্যাচসেরা: ইনোকা রানাবিরা।
Discussion about this post