ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিশ্রামের সুযোগ নেই বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল) শেষেই ফের বেড়ে গেলো ব্যস্ততা। এবার মিশন জিম্বাবুয়ে। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আফ্রিকান এই দেশটিতে যাচ্ছে বাংলাদেশ দল। যেখানে তিন ফরম্যাটের ম্যাচই খেলবে টাইগাররা। তার আগে ঘোষণা করা হয়েছে দল।
যেখানে টেস্ট দলে আছেন ১৮ জন। শুরুতেই এই লড়াই। যেখানে দলে আছেন সাকিব আল হাসানও। তিনি যুক্তরাষ্ট্র থেকে জিম্বাবুয়েতে যোগ দেবেন দলের সঙ্গে। বাকিরা দেশ ছাড়বেন মঙ্গলবার ভোর চারটার ছাড়বেন ঢাকা। কাতার এয়ারলাইন্সের একটি প।ফ্লাইটে ধরবেন জিম্বাবুয়ের হারারের পথ।
জানা গেছে মোট তিন ধাপে জিম্বাবুয়ে যাবেন বাংলাদেশের ক্রিকেটাররা। পরের দুই ধাপ যথাক্রমে আগামী ৮ ও ১২ জুলাই। এরমধ্যে ৭ জুলাই শুরু টেস্ট ম্যাচ। একমাত্র টেস্ট ম্যাচটি শেষ করে দেশে ফিরবেন অধিনায়ক মুমিনুল হক, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী রাব্বি, আবু জায়েদ চৌধুরী রাহি ও এবাদত হোসেন।
তারপর ১৬ জুলাই থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজের স্কোয়াডে যোগ দিতে ৮ জুলাই জিম্বাবুয়ের পথে ঢাকা ছাড়বেন নাঈম শেখ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
টেস্ট ও ওয়ানডেতে নেই এমন ৫ ক্রিকেটার আছেন টি-টুয়েন্টি দলে। সৌম্য সরকার, শামীম পাটোয়ারী, নাসুম আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব ও শেখ মেহেদী হাসান ঢাকা ছাড়বেন ১২ জুলাই।
Discussion about this post