ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জিম্বাবুয়ের বিপক্ষে আরেক ম্যাচে জয়ের মঞ্চ তৈরি। লিটন দাসের ক্যারিয়ার সেরা ইনিংস আর মোহাম্মদ মিঠুনের ফিফটিতে সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে আকাশসম লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩২১ রান তুলেছে মাশরাফি বিন মুর্তজার দল।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার ১০৫ বলে ১৩ চার ও দুই ছক্কায় ১২৬ রান তুলে মাঠ ছাড়েন। অবশ্য আউট হয়ে নয়। চোট পেয়ে মাঠের বাইরে যান লিটন। মিঠুন ৪১ বলে করেন ঠিক ৫০। এরপর শেষ ওভারে তিন ছক্কায় ২২ রান করেন মোহাম্মদ সাইফউদ্দিন। ১৫ বলে তার ২৮ রান করেন তিনি।
সব মিলিয়ে ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ রান করে বাংলাদেশ। টাইগারদের সেরা ছিল ২০০৯ সালে করা ৩২০ রান। ২০০৯ সালে বুলাওয়ায়োতে এই রান করে দল।
ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দিবা-রাত্রির এই ম্যাচে তামিম ইকবাল ও লিটনের জুটিতে পঞ্চাশ আসে ৬৩ বলে। এরপর লিটন ও শান্তর দ্বিতীয় উইকেট জুটির ফিফটি তুলেন ৪৮ বলে। তাদের ব্যাটেই চ্যালেঞ্জিং পুঁজি গড়ার পথে এগিয়ে যায় দল। এরমধ্যে ইনফর্ম শান্ত ফেরেন ৩৮ বলে ২৯ রানে। লিটনের সঙ্গে গড়েন ৮০ রানের জুটি।
এর আগে দেখে-শুনেই খেলন তামিম ইকবাল। লিটন দাসকে নিয়ে বড় ইনিংস গড়ার পথ দেখালেন। তামিম ও লিটন দাসের ব্যাটে ভালো শুরু পায় বাংলাদেশ। তারা ৬৩ বলে করেন উদ্বোধনী জুটিতে পঞ্চাশ। এর আগে দল পাওয়ার প্লেতে বাংলাদেশ কোন উইকেট না হারিয়ে করে ৪৪ রান। দলীয় ৬০ রানে ফেরেন তামিম। করেন ৪৩ বলে ২৪।
অভিষেক ম্যাচ খেলতে নামা ওয়েসলি মাধেভেরের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তামিম। পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন তিনি। ব্যাট ফাঁকি দিয়ে আঘাত হানে প্যাডে। আম্পায়ার জোরালো আবেদনে সাড়া দিলেন। এরপর রিভিউ নেন তামিম। দেখা গেল বল আঘাত হানতো লেগ-মিডল স্টাম্পে। আউট তামিম।
এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেই টস জিতেন মাশরাফি বিন মর্তুজা। দিবা-রাত্রির ম্যাচে উইকেট ও আবহাওয়ার কথা ভেবে শুরুতেই ব্যাটিং নেন অধিনায়ক। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৫ পরিবর্তন টাইগার একাদশে।
বাদ পড়লেন শফিউল ইসলাম। শ্রীলঙ্কা সফরের দলে ছিলেন না মাশরাফি, মাঠের ছিলেন মুস্তাফিজুর রহমানও। ইনজুরির কারণে ছিলেন না মোহাম্মদ সাইফউদ্দিন। সৌম্য সরকারের জায়গায় এসেছেন বাঁহাতি নাজমুল হোসেন শান্ত। ২০১৮ এশিয়া কাপের পর প্রথমবারের মতো ওয়ানডে খেলতে নামলেন এই ব্যাটসম্যান।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৫০ ওভারে ৩২১/৬ (তামিম ২৪, লিটন ১২৬ (আহত অবসর), শান্ত ২৯, মুশফিক ১৯, মাহমুদউল্লাহ ৩২, মিঠুন ৫০, সাইফ ২৮*, মিরাজ ৭, মাশরাফি ০*; এমপোফু ১০-০-৬৮-২, মুম্বা ৮-০-৪৫-১, মাধেভেরে ৮-০-৪৮-১, টিরিপানো ৭-০-৫৬-১, রাজা ১০-০-৫৬-০, মুটুমবোদজি ৭-০-৪৭-১)।
Discussion about this post