ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সফর চূড়ান্ত হয়েছিল আগেই। এবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর-সূচি চূড়ান্ত করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১ মাসের দীর্ঘ এই সিরিজে ১টি টেস্ট ও ৩টি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলবে টাইগাররা। সব ঠিক থাকলে ২৮ থেকে ২৯ জুন ক্রিকেটাররা উড়াল দেবে জিম্বাবুয়ের পথে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ৭ জুলাই থেকে শুরু হবে মাঠের লড়াই।
একমাত্র টেস্ট দিয়ে ৭ জুলাই থেকে শুরু সফর। এরপরই ১৬, ১৮ ও ২০ জুলাই সফরের তিনটি ওয়ানডে। তারপরই ২৩, ২৫ ও ২৭ জুলাই হবে টি-টুয়েন্টি সিরিজ।
অবশ্য এখন করোনা সংক্রমণ বাড়ায় জিম্বাবুয়েতে চলছে লকডাউন। বন্ধ খেলাধূলা। এরপর অবশ্য বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছিলেন সফর নিয়ে তারা আত্মবিশ্বাসী। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সঙ্গে বিসিবির যোগাযোগ আছে। সফর নিয়ে নেই অনিশ্চয়তা।
Discussion about this post