একটু কৌশল করেই খেলল বিসিবি একাদশের ব্যাটসম্যানরা। তিনদিনের ম্যাচটা জমিয়ে তোলার চেষ্টা বাদ দিয়ে বরং জিম্বাবুয়েকে নির্বিঘ্নে ব্যাটিং প্র্যাকটিসটা করতে দিল না তারা। তাতে নিস্প্রান ড্র হল ম্যাচ।
বুধবার অনিয়মিত স্পিনারদের দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে বাংলাদেশ। উইকেটকিপার জসিমও বল করলেন!
এর আগে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ১ম ইনিংসে ২৯৭ রানে অলআউট হয় বিসিবি একাদশ। অপরাজিত থাকেন ৭৫ রানে শুভাগত হোম চৌধুরী।
এরপর জিম্বাবুয়ে তৃতীয় দিন ও শেষ দিনের খেলা শেষে ৫ উইকেটে ২০১ রান করে। ৮৫ রানে অপরাজিত থাকেন ক্রেইগ আরভিন।
২৫ অক্টোবর সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হওয়ার আগে প্রস্তুতি হিসেবে এই ম্যাচ খেলছে দুই দল। এরপর ৩ নভেম্বর শেখ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট। তৃতীয় টেস্ট ১২ নভেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
এরপর ৫ ম্যাচের একটি ওয়ানডে সিরিজের প্রথমটি ২১ নভেম্বর।
সংক্ষিপ্ত স্কোর-
জিম্বাবুয়ে: ১ম ইনিংসে ২৪১/১০ (রাজা ৪৪, চিগুম্বুরা ৩৯; মেহেদি ২/২২, নাঈম ২/৫৩) ও ২য় ইনিংসে ২০১/৫ (সিবান্দা ২২, রাজা ৪৫, আরভিন ৮৫*, হ্যামিল্টন ৩১; সাব্বির ২/১৭, সাদমান ১/১২, রনি ১/৩৬, আসিফ ১/৩৮)
বিসিবি একাদশ: ১ম ইনিংসে ২৯৭/১০ (শামসুর ৬৯, সাদমান ০, রনি ৪৬, মার্শাল ৩১, শুভাগত ৭৫*, নাঈম ২, আসিফ ২৩, তাইবুর ১৫, মুক্তার ৪, জসিম ১৮, রবিউল ০; মুসাংওয়ে ৪/১০৯, কামুনগোজি ৩/৪১)
ফল: ম্যাচ ড্র
#########################
এবার ব্যাটসম্যানদের একদিন
আগের দিন ছিল বাংলাদেশের বোলারদের। মঙ্গলবার ব্যাট কথা বলল ব্যাটসম্যানদের। আর তাতেই তিনদিনের প্রস্তুতি ম্যাচের নিয়ন্ত্রন এখন বিসিবি একাদশের হাতে। ম্যাচের দ্বিতীয় দিনে শুভাগত হোম চৌধুরী ও শামসুর রহমান শুভর হাফসেঞ্চুরিতে দল সুবিধাজনক অবস্থানে। দিনশেষে রান ৬ উইকেটে ২৫২।
প্রথম ইনিংসে জিম্বাবুয়ে অলআউট হয়েছিল ২৪১ রানে। এ অবস্থায় ৪ উইকেট হাতে নিয়ে ১১ রানে এগিয়ে আছে বিসিবি একাদশ।
মঙ্গলবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ১ উইকেটে ১১ রান নিয়ে খেলা শুরু করে স্বাগতিকরা। এরপর শামসুর রহমান করেন ৬৯ রান। খেলেন ১৫৮ বল। ৫৩ রানে অপরাজিত আছেন শুভাগত।
আগামী ২৫ অক্টোবর সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হওয়ার আগে প্রস্তুতি হিসেবে এই ম্যাচ খেলছে দুই দল। এরপর ৩ নভেম্বর শেখ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট। তৃতীয় টেস্ট ১২ নভেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
এরপর ৫ ম্যাচের একটি ওয়ানডে সিরিজের প্রথমটি ২১ নভেম্বর।
সংক্ষিপ্ত স্কোর-
জিম্বাবুয়ে: ১ম ইনিংসে ২৪১/১০ (রাজা ৪৪, চিগুম্বুরা ৩৯; মেহেদি ২/২২, নাঈম ২/৫৩)
বিসিবি একাদশ: ১ম ইনিংসে ২৫২/৬ (শামসুর ৬৯, সাদমান ০, রনি ৪৬, মার্শাল ৩১, শুভাগত ৫৩*, নাঈম ২, আসিফ ২৩, তাইবুর ১৫; মুসাংওয়ে ৪/৯৮)
#################################
জিম্বাবুয়েকে ভয়ংকর হতে দেয়নি বোলাররা
তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনটা মন্দ কাটেনি বিসিবি একাদশের। জিম্বাবুয়ের বিপক্ষে বেশ নিয়ন্ত্রিত বোলিং করল তারা। আর তাতেই সোমবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথম ইনিংসে ২৪১ রান করে অলআউট হয় জিম্বাবুয়ে। আর দিন শেষে ১ উইকেট হারিয়ে বিসিবি একাদশের রান ১১। কোন রান না করেই ফিরেছেন সাদমান ইসলাম। শামসুর রহমান ৪ ও রনি তালুকদার আছেন ৭ রানে।
এর আগে সকালে টস জিতে ব্যাট করতে নামে সফরকারীরা।
২৫ অক্টোবর সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হওয়ার আগে প্রস্তুতি হিসেবে এই ম্যাচ খেলছে দুই দল। এরপর ৩ নভেম্বর শেখ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট। তৃতীয় টেস্ট ১২ নভেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
এরপর ৫ ম্যাচের একটি ওয়ানডে সিরিজের প্রথমটি ২১ নভেম্বর।
সংক্ষিপ্ত স্কোর-
জিম্বাবুয়ে: ১ম ইনিংসে ২৪১/১০ (রাজা ৪৪, হ্যামিল্টন ২৪, ব্রেন্ডন ১৯, আরভিন ৫, চিগুম্বুরা ৩৯, সিঙ্গিরাই ২২; মেহেদি ২/২২, নাঈম ২/৫৩, তাইবুর ১/০, শামসুর ১/৩, আসিফ ১/১৯, রবিউল ১/২৬, শুভাশীষ ১/২৮, মার্শাল ১/৪৭)
বিসিবি একাদশ: ১ম ইনিংসে ১১/১ (শামসুর ৪*, সাদমান ০, রনি ৭*; চিগুম্বুরা ১/৪)
Discussion about this post