ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে রোববার অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ২৮ রানে জিতেছে শেখ জামাল। বিকেএসপির চার নম্বর মাঠে ২৯৪ রানের লক্ষ্যে নেমে ২৬৬ রানে অলআউট হয়ে যায় নবাগত অগ্রণী ব্যাংক।
এদিকে লিগে দিনের আরেক ম্যাচে প্রাইম ব্যাংককে ২৪ রানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। জয়ের নায়ক অভিজ্ঞ ক্রিকেটার অলক কাপালি।
সংক্ষিপ্ত স্কোর-
শেখ জামাল ধানমণ্ডি ক্লাব: ৫০ ওভারে ২৯৪/৯ (পিনাক ০, হাসান ৮, সৈকত ৪৩, রঞ্জি ৫৮, সানি ৪০, নুরুল ৩৬, তানবীর ৭১, জিয়া ১৫, সোহাগ ১৩, নাজমুল ০*; শফিউল ৪/৬৮, আল আমিন ১/৭৬, রাজ্জাক ২/৪০, সৌম্য )
অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব: ৪৯.১ ওভারে ২৬৬ (আজমির ১৫, সৌম্য ২২, শাহরিয়ার ২১, রাফাতউল্লাহ ৪৩, ধীমান ৪৮, সালমান ৮, জাভেদ ১৯, রাজ্জাক ২৪, শফিউল ৪৪, শাহবাজ ২, আল আমিন ৭*; জায়েদ ১/৬০, সোহাগ ২/৫৫, নাজমুল ৩/২১, রঞ্জি ০/১৮, জিয়া ১/৪৭, সানি ৩/৫০, তানবীর ০/১৫)
ফল: শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ২৮ রানে জয়ী
ম্যাচসেরা: তানবীর হায়দার
###########
বয়স হলেও ক্রিকেট মাঠে আগের মতোই যেন আছেন তিনি। ফের অলক কাপালি ব্যাটে-বলে চমক দেখালেন। অধিনায়কের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে ব্রাদার্স ইউনিয়ন ২৪ রানে হারিয়েছে শক্তিশালী প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে।
রোববার বিকেএসপি ৩ নম্বর মাঠে ব্রাদার্সের ছুঁড়ে দেয়া ২৯৪ রান তাড়া করতে নেমে প্রাইম ব্যাংক তুলে ২৭০ রান। ম্যাচে প্রথমে ব্যাট হাতে অলক করেন ৭৯ রান। এরপর বল হাতে তুলে নেন ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
ব্রাদার্স ইউনিয়ন: ৫০ ওভারে ২৯৪/৭ (মিজানুর ৩৬, জুনায়েদ ৪৫, মাইশুকুর ৩০, অলক ৭৯, সিম্পসন ১২, ইয়াসির ৬৯*, শুভ ৭, রানা ১, নিহাদ ৯*; দেলোয়ার ২/৫৪, নাহিদুল ১/৩০, মনির ১/৪১, আল আমিন ১/৪৭, এনামুল জুনিয়র ০/৪৪, আরিফুল ২/৭৬)।
প্রাইম ব্যাংক: ৪৭.৪ ওভারে ২৭০ (মারুফ ৯, জাকির ৫০, আল আমিন ২, চান্ডেলা ৫০, মেহরাব ৩, আরিফুল ২, নাহিদুল ৮৮, সাজ্জাদুল ৩, দোলোয়ার ৩৬, মনির ৭, এনাম জুনিয়র ৩*; ইফতেখার ১/২৬, খালেদ ২/৪৩, রানা ১/৪৭, অলক ৩/৪৬, শুভ ২/৫৪, নিহাদ ০/৪৯)
ফল: ব্রাদার্স ইউনিয়ন ২৪ রানে জয়ী
ম্যাচসেরা: অলক কাপালি
Discussion about this post