ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে শুক্রবারের খেলায় জয় তুলে নিয়েছে শাইন পুকুর ক্রিকেট ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। নাটকীয় জয় তুলে নেয় শাইনপুকুর। নবম রাউন্ডের ম্যাচে ২ উইকেটে জিতেছে দলটি।
৩২৫ রানের টার্গেটে নেমে ২ বল বাকি জয়ের বন্দরে নোঙর করে শাইনপুকুর। নয় ম্যাচে এটি তাদের চতুর্থ জয়। একটি ম্যাচ টাই করা দলটি ৯ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে। সমান ম্যাচে পঞ্চম হারের দেখল মোহামেডান। ৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে দলটি।
সংক্ষিপ্ত স্কোর-
মোহমেডান স্পোর্টি ক্লাব: ৪৯.৩ ওভারে ৩২৪ (লিটন ৮৪, ইরফান ৫০, অভিষেক ৫০, রকিবুল ৭৪, সোহাগ ৪৫, ভাটিয়া ১০, আলাউদ্দিন ৯, নাদিফ ০, নিহাদ ১, সাকলাইন ১, শাহাদাত ০; শরিফুল ১/৬৮, দেলোয়ার ৫/৪৬, টিপু ১/৪২, শুভাগত ০/৪৩, শুভ ২.৭২, সাব্বির ০/৫১)
শাইনপুকুর ক্রিকেট ক্লাব: ৪৯.৪ ওভারে ৩২৫/৮ (সাদমান ২১, সাব্বির ১৭, চাঁদ ৪৯, হৃদয় ৯, আফিফ ৯৭, শুভাগত ৫, আমিত ৪৩, শুভ ৩৪*, দেলোয়ার ৩৪, টিপু ১*; শাহাদাত ১/৭৫, সোহাগ ২/৪০, আলাউদ্দিন ১/৬৫, সাকলাইন ০/২২, নিহাদ ০/৪২, ভাটিয়া ২/৮০)
ফল: শাইনপুকুর ক্রিকেট ক্লাব ২ উইকেটে জয়ী
ম্যাচসেরা: দেলোয়ার হোসেন
############
এদিকে ঢাকা প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে স্পিনার নাসুম আহমেদের বোলিংয়ে হারতে যাওয়া ম্যাচে জয় পেল গাজী গ্রুপ ক্রিকেটার্স। ব্রাদার্স ইউনিয়নকে ৯ রানে হারিয়েছে গাজী। এই জয় সুপার লিগের লড়াইয়ে টিকে থাকল দলটি
শুক্রবার বিকেএসপিতে শুক্রবার গাজী গ্রুপকে ২০৬ রানে অলআউট করে ব্রাদার্স। এরপর অলআউট হয়ে যায় ১৯৭ রানে। লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথমবার ৫ উইকেট নেন নাসুম।
লিগে ৯ ম্যাচে গাজী গ্রুপের এটি চতুর্থ জয়। ব্রাদার্সের সপ্তম হার।
সংক্ষিপ্ত স্কোর-
গাজী গ্রুপ: ৪৯.৪ ওভারে ২০৬ (মাইশুকুর ১, মেহেদি ৪৮, ইমরুল ০, রনি ৮, তৌহিদ ৩, শামসুর ১২, কামরান ৮১, শামসুল ২২, নাসুম ৫, কামরুল রাব্বি ১১, সঞ্জিত ২*; মেহেদি ১০-১-২৬-২, শরীফ ১০-২-৪৭-২, শরিফউল্লাহ ১-০-২-১, বিশ্বনাথ ৮-১-৩২-১, সাজেদুল ৯.৪-০-৫৪-৪, নাঈম জুনিয়র ১০-০-৩৫-০, ফজলে রাব্বি ১-০-৪-০)।
ব্রাদার্স: ৪৮.৫ ওভারে ১৯৭ (মিজানুর ২৫, জুনায়েদ ৭২, ফজলে রাব্বি ৩১, দেবব্রত ০, ইয়াসির ৩০, শরিফউল্লাহ ৩, সাজেদুল ১৩, শরীফ ৮, বিশ্বনাথ ১, নাঈম জুনিয়র ৫*, মেহেদি ০; সঞ্জিত ১০-০-৪৫-৩, মেহেদি ১০-১-২০-০, নাসুম ৮.৫-০-৪৯-৫, শামসুর ৩-০-১৭-০, কামরুল রাব্বি ৮-০-৩১-১, তৌহিদ ৩-০-৮-০, কামরান ৬-১-২৯-১)।
ফল: গাজী গ্রুপ ক্রিকেটার্স ৯ রানে জয়ী
ম্যাচসেরা: নাসুম আহমেদ
Discussion about this post