ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে এসেছে মোহামেডান। এখন সুপার সিক্স খেলার সম্ভাবনা সাদা-কালো শিবিরের সামনে। অষ্টম পর্বে খেলাঘর সমাজকল্যাণকে হারিয়ে শীর্ষ ছয় দলের মধ্যেই আছে মোহামেডান। শুক্রবার বিকেএসপি তিন নম্বর মাঠে তুমুল লড়াইয়ের পর ১০ রানের স্জয় পেয়েছে দলটি। বিপরীত অবস্থা খেলাঘরের। সমান আট খেলায় সপ্তম হারে অবস্থান তলানিতেই।
সংক্ষিপ্ত স্কোর
মোহামেডান : ২০৫/৮, ৫০ ওভার (রাজিন ৬০, সামিউল্লাহ ৩৯, দেলোয়ার ৩৩, মুকতার ২৪, ফয়সাল ২/৩৪, ফোরকান ২/৪৬)। খেলাঘর সমাজকল্যাণ : ১৯৫/১০, ৪৯.১ ওভার (নিয়াজ ২১, ড্যানিয়েল ৫৩, রিপন ৩০, মাহমুদুল ২৪, মাসুম ২৭, দেলোয়ার ৪/২৫, সামিউল্লাহ শিনওয়ারি ৩/৫৫, মুরাদ খান ২/২৫)।
মোহামেডানের পাশাপাশি শুক্রবার জিতেছে প্রাইম দলেশ্বর। আগের ম্যাচে সবার নিচে থাকা খেলাঘর সমাজকল্যাণের কাছে হার মানা প্রাইম দলেশ্বর কাল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বিগ স্কোরিং গেমে ব্রাদার্স ইউনিয়নকে ৭ উইকেটে হারিয়ে লিগ টেবিলে অবস্থান মজবুত করেছে।
সংক্ষিপ্ত স্কোর
ব্রাদার্স : ২৫১/৯, ৫০ ওভার (ইমতিয়াজ ৫৪, মেহরাব ৩৬, নাফিস ইকবাল ৫৮, সামারাবিরা ৪২, অলক ৩২, শফিউল ২/৪২, তাজুল ২/৪০, রুম্মন ৪/৩৬)। প্রাইম দলেশ্বর : ২৫৭/৩, ৪১ ওভার (মেহেদি ৫৪, রনি তালুকদার ৫৭, দাইদ মালান ৮৩*, সাব্বির ৫১*)।
Discussion about this post