দুই জয়ে ওয়ানডে সিরিজটা এক ম্যাচ আগেই নিজের করে নিয়েছে বাংলাদেশ। তবে জয়টা ঠিক মনের মতো হয়নি তামিম ইকবালের। টেনেটুনে জয়ে আক্ষেপ বাংলাদেশ অধিনায়কের। রোববার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের ২৪০ রানের জবাবে নেমে টাইগার বিপাকেই পড়েছিল। এক পর্যায়ে দাঁড়ায় ৩ উইকেটে ৫০ রান। এরপর ৬ উইকেটে ১৪৫। সেখান থেকে দলকে টেনে তুলেন সাকিব আল হাসান। তাকে সঙ্গ দেন মোহাম্মদ সাইফউদ্দিন।
এমন সংগ্রামী জয়ের পর থাকছে অস্বস্তি। বিশেষ করে টপ অর্ডার ব্যাটসম্যানরা বাজে শট খেলে ফিরে গেছেন। অধিনায়ক তামিম ইকবাল এনিয়ে আক্ষেপই করলেন। রোববার ম্যাচ শেষ হতেই তৃপ্তির বদলে অন্য সুর তার গলায়।
তামিম বলছিলেন, ‘দেখুন, আমাদের অবশ্যই কিছু পরিকল্পনা ছিল। যদিও ব্যাটিং ইউনিট হিসেবে, আমরা আরও ভালো করতে পারতাম। আমার মনে হয়, সফট ডিসমিসাল আজকে একটু বেশিই হয়েছে। পরে সাকিব ও সাইফউদ্দিন যেভাবে ব্যাট করেছে, তা দেখাটা দারুণ ছিল।’
সাকিবের অপরাজিত ৯৬ রানের সঙ্গে সাইফউদ্দিনও লড়েছেন। তার ব্যাটে অপরাজিত ২৮। তাদের হাত ধরেই জিম্বাবুয়ের বিপক্ষে ৩ উইকেটের জয়ে সিরিজটাও নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। ব্যাটসম্যানদের নিয়ে কিছুটা হতাশ থাকলেও বোলারদের নিয়ে খুশি তামিম।
হারারের ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘জিম্বাবুয়েকে ২৪০ রানে আটকে রাখা বোলারদের বেশ ভালো পারফরম্যান্স ছিল। প্রথম ম্যাচের চেয়ে উইকেট ভালো ছিল। তারপরও বোলারররা ভালো করেছে। ওদের পারফরম্যান্সে আমি খুশি।’
২০ জুলাই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। যেখানে হোয়াইটওয়াশের মিশন নিয়েই নামবে বাংলাদেশ দল।
Discussion about this post