ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মিরপুরের শেরেবাংলায় সিরিজের প্রথম ম্যাচে ঠিকই জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। কিন্তু স্বস্তি মিলেনি কিছুতেই। প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা পাচ্ছেন না ব্যাটসম্যানরা। এ কারণেই বুধবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটসম্যানদের কাছ থেকে রান চাইছেন মাশরাফি বিন মর্তুজা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচ।
মিরপুরের শেরেবাংলায় ইমরুল কায়েস ও মোহাম্মদ সাইফউদ্দিনের দৃঢ়তায় বড় সংগ্রহ পায় টাইগাররা। সপ্তম উইকেট জুটিতে তারা হাল না ধরলে বিপদেই পড়তো বাংলাদেশ। এ অবস্থায় মাশরাফি মঙ্গলবার চট্টগ্রামে বলছিলেন, ‘এখানে (চট্টগ্রাম) উইকেট ফেয়ার থাকে। ফ্লাট হয়। আরও বেশি রান হয়। সেক্ষেত্রে কোনো অঘটন না হলে বড় রান আশা করছি। আমরা আগে ব্যাটিং করলে উইকেটে কতটুকু টার্ণ হবে সেটা মেটার করবে। পরে ব্যাটিং করলে শিশির থাকবে। তখন আরও স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করা যাবে। আরেকরকম চিন্তা। সব মিলিয়ে ভাল একটা পারফরম্যান্সের আশা করছি। ব্যাটিং-বোলিং দুই সাইড থেকেই।’
সন্দেহ নেই ম্যাচে ফেভারিট হয়েই মাঠে নামবে বাংলাদেশ। তবে স্বাগতিকদের হারিয়ে সিরিজে সমতায় ফিরতে মরিয়া জিম্বাবুয়ে। নিশ্চয়ই বুধবার জিততে সেরাটা দিয়েই লড়বে সফরকারীরা। কারণ হারলেই যে সিরিজ হাতছাড়া! জিম্বাবুয়ের কোচ লালচাঁন রাজপুত বলেন, ‘সিনিয়র ক্রিকেটারদের দায়িত্ব নিতে হবে। মাসাকাদজা প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেছিল। আশা করি মূল সিরিজেও সেটি বয়ে আনতে পারবে। ব্রেন্ডন টেইলর শুরুটা ভালো করছে, শেষ করতে পারছে না। আশা করি ওর বড় স্কোর আসবে। আমি নিশ্চিত, ওরাও বড় স্কোরের প্রয়োজনীয়তা বুঝতে পারছে। বড় রান আসছে। নিশ্চিতভাবেই বলতে পারি, শিগগিরই আসছে।’
এপর্যন্ত ওয়ানডে দুই দল ৭০বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ৪২টিতেই জয়ের মুখ দেখেছে বাংলাদেশ। আর মাত্র ২৮টিতে জয় পেয়েছে জিম্বাবুয়ে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট যথেষ্ট স্পিন সহায়ক। আর বাংলাদেশের স্পিন আক্রমণ সব সময়ই শক্তিশালী।
Discussion about this post