কিছুতেই পথ খুঁজে পাচ্ছে না বিপিএলের দুই দল ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্স। একের পর এক ম্যাচ হেরে চলেছে এই দুই দল। তবে সবচেয়ে হতাশা ছড়িয়েছে ঢাকার শিবিরে। ফ্র্যাঞ্চাইজিটির মালিক সুপারস্টার শাকিব খান। প্রথমবার দল কিনেই ক্রিকেট নিয়ে রোমাঞ্চের কথাও বলেছেন শাকিব। কিন্তু মাঠে সাফল্য নেই। ঢাকা হেরেছে টানা ৪ ম্যাচে।
সিলেট স্ট্রাইকার্সও একই পথে। ঢাকা পর্বে টানা দুই হারের পর নিজেদের মাঠেও জয় অধরা। তাদের হারিয়ে মঙ্গলবার বিপিএলের পয়েন্ট তালিকার দুইয়ে থাকল ফরচুন বরিশাল। এনিয়ে টানা ৩ ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের একদম তলানিতে অবস্থান করছে সিলেট স্ট্রাইকার্স। ৪ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে বরিশাল।
আজ সিলেটে রংপুরই এগিয়ে থাকল। তার প্রমাণই দিচ্ছে নুরুল হাসান সোহানের দল। গ্লোবাল সুপার লিগ জিতে আসা দলটা এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগেও তুলে নিল পঞ্চম জয়। ঢাকা ক্যাপিটালসকে ১১১ রানে অলআউট করে তারা জয় তুলে নিয়েছে ৭ উইকেটে, ৪০ বল হাতে নিয়েই।
আজ একাদশে পরিবর্তন পাঁচটা পরিবর্তন এনে মাঠে নামে ঢাকা। ঢাকা তাদের একাদশে এনেছিল ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ব্যাটার জেসন রয়, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেনের মতো নাম। কিন্তু সেই একই ফল
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে ঢাকার ইনিংস থামে মাত্র ১১১ রানে। ১৬.৩ ওভারে অলআউট হওয়া ঢাকার পক্ষে সর্বোচ্চ রান করেন তানজিদ হাসান তামিম, যিনি করেন ২০ রান। রংপুর রাইডার্সের বোলাররা ছিলেন যথেষ্ট আগ্রাসী। নাহিদ রানা ৩ উইকেট নেন মাত্র ২১ রানে। আকিফ জাভেদ ও খুশদিল শাহ শিকার করেন ২টি করে উইকেট।
এদিকে ফরচুন বরিশালের বিপক্ষে মাত্র ১২৫ রানেই অলআউট হয় সিলেট স্ট্রাইকার্স। তারপর জবাবে নেমে তাওহীদ হৃদয় ও কাইল মায়ার্সের ঝোড়ো ব্যাটিংয়ে বরিশাল ৫৭ বল আর ৭ উইকেট হাতে রেখেই তুলে নেয় জয়!
Discussion about this post