ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একজন তারকা ক্রিকেটার, অন্যজন বলিউড সুন্দরী। স্বাভাবিকভাবেই বিরাট কোহলি-আনুশকা শর্মার জনপ্রিয়তা আকাশছোঁয়া। যা আরও বাড়ে ২০১৭ সালে বিয়ের পর। তবে এ দম্পতিকে বাবা-মা হওয়ার মতো ফেক সংবাদের মুখোমুখি একাধিকবার হতে হয়েছে। এবার অবশ্য তারা নিজেরাই জানিয়েছেন, আগামী জানুয়ারিতেই দুই থেকে তিন হচ্ছেন। মানে কোহলি-আনুশকার ঘরে আসছে নতুন অতিথি।
বৃহস্পতিবার নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কোহলি-আনুশকা নতুন অতিথির আগামনের খবর জানিয়েছেন। সেখানে এ তারকা দম্পতি নিজের একটি ছবিও পোষ্ট করেছেন। সেখানে দেখা যায় পোলকা ডট কালো-সাদা প্রিন্টেট ড্রেস পরেছেন আনুশকা। মাতৃত্বের স্বাদ যে ইতিমধ্যেই অনুভব করছেন এই বলিউড সুন্দরী, মুখে সেই ভাব স্পষ্ট। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আর তাহলে, আমরা এখন তিনজন! সে আসছে ২০২১-এর জানুয়ারিতে’। অন্যদিকে সাদা টি-শার্ট ও প্যান্টে বেশ লাগছে বিরাটকে। তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আমরা দুই থেকে তিন হচ্ছি। আগামী জানুয়ারিতেই সে আসছে।’
এর আগে ২০১৭ সালের ডিসেম্বরে ইতালির লেক কোমোতে রূপকথার বিয়ে হয়েছিল বিরাট-আনুশকা। সে থেকেই তাদের নতুন জীবনের পথ চলা শুরু। তবে প্রায় দু-মাস ধরে আনুশকার কোনও লেটেস্ট ছবি ইনস্টাগ্রামে দেখা যায়নি। যে কারণে ভক্তদের মনে একটা প্রশ্ন উঁকি দিয়েছিল। অবশেষে বৃহস্পতিবার সব প্রশ্নের উত্তর মিলল। আপতত নতুন অতিথির অপেক্ষায় দিন গুনছেন তারা।
আপাতত আইপিএল খেলতে দুবাইয়ে বায়ো সিকিওর বাবল-এর মধ্যে রয়েছেন বিরাট কোহলি। যে কারণে পরিবারের লোকজনের সঙ্গে দেখা করার কোন সুযোগ নেই তার। শুধু তা-ই নয় আইপিএল শেষ হওয়ার পরও কিছুদিন কোয়ারেন্টাইনে থেকে ভারত অধিনায়ককে ফিরতে হবে দেশে। এ অবস্থায় সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে পারবেন কি না কোহলি রয়েছে প্রশ্ন।
Discussion about this post