ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নতুন বছরেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। তেমনই প্রেক্ষাপট তৈরি। ২০২১ সালের জানুয়ারিতে এক মাসের সফরে ঢাকায় আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তিনটি করে টেস্ট ও ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা রয়েছে তাদের। তবে কমতে পারে টেস্টের সংখ্যা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বুধবার জানালেন, ৭ জানুয়ারি আসবে ওয়েস্ট ইন্ডিজ। তবে তিনটি টেস্টের পরিবর্তে দুটি টেস্ট খেলতে চায় দলটি। যদিও বিসিবি চাইছে তিনটি টেস্টই হোক।
আকরাম গণমাধ্যমে বলেন, ‘দেখুন, আমাদের দুই বোর্ড সফর নিয়ে সব কিছু চূড়ান্ত করেছে। ৭ জানুয়ারি ওরা আসবে। ওয়েস্ট ইন্ডিজ একটি টেস্ট কম খেলে সফর সংক্ষিপ্ত করতে চাইছে। আমরা চাইছি সবগুলো ম্যাচই হোক। দুই বোর্ড এখন সিরিজ নিয়ে আলোচনা করছে। শিগগিরই সব চূড়ান্ত হবে।’
করোনার কারণেই যতো ভাবনা। দীর্ঘ সময় জৈব সুরক্ষা বলয়ে থাকতে চায় না ক্যারিবীয় দল। যদিও সফরকারী ক্রিকেট দলের জন্য কোয়ারেন্টাইন নীতি শিথিল করার কথা জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। ঢাকায় পা রাখার পর দুই-তিন দিনের কোয়ারেন্টাইনে থাকবেন। এরপর করোনা পরীক্ষা শেষে তারা বিশেষ ব্যবস্থায় অনুশীলন শুরু করবেন।
নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘বিদেশি ক্রিকেটার কিংবা কোচদের জন্য আমাদের একটা সাধারণ প্রক্রিয়া আছে। তারা আসার পর কোয়ারেন্টাইনে থাকবেন। তাদের টেস্ট করা হবে। ফল যদি নেগেটিভ হয়, তাহলে মাঠে নামতে পারবেন তারা।’
Discussion about this post