ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জাতীয় ক্রিকেট লিগ শুরু হবে ১ অক্টোবর। ঘরোয়া ক্রিকেটের মৌসুম শুরু হবে এই লড়াই দিয়ে। রোববার জাতীয় ক্রিকেট লিগের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারো জাতীয় ক্রিকেট লিগের স্পন্সর ওয়ালটন গ্রুপ।
দেশের মোট ৮টি ভেন্যুতে জমবে জাতীয় ক্রিকেট লিগ। এবারো দুই স্তরে জাতীয় ক্রিকেট লিগ চলবে। টায়ার ওয়ানে খেলবে আছে চ্যাম্পিয়ন খুলনা, গতবার টায়ার টু থেকে টায়ার ওয়ানে উত্তীর্ণ হওয়া রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ আর রাজশাহী বিভাগ। টায়ার টু তে আছে- ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ আর ঢাকা মেট্টো।
১ অক্টোবর থেকে টায়ার ওয়ানে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে খুলনা বিভাগ লড়বে রাজশাহী বিভাগের সঙ্গে। রংপুর বিভাগের প্রতিপক্ষ বরিশাল। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ।
টায়ার টুতে ঢাকা বিভাগ খেলবে চট্টগ্রাম বিভাগের সঙ্গে। ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দু্ই দল। সিলেট বিভাগ ও ঢাকা মেট্রোর ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
দ্বিতীয় রাউন্ড শুরু হবে আগামী ৮ অক্টোবর।
এশিয়া কাপ শেষে আর জিম্বাবুয়ে সিরিজের আগে লিগে খেলবেন জাতীয় দলের ক্রিকেটাররা। দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে দেখা যেতে পারে মুশফিক-মাহমুদউল্লাহদের।
Discussion about this post