ঘরোয়া ক্রিকেটকেই বলা হয় জাতীয় দলে পা রাখার মঞ্চ! এখান থেকেই ছিটকে যাওয়াও নজর কাড়েন নির্বাচকদের। সেই হিসাব মাথায় রাখলে বলা যায় আরও একবার জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন সাব্বির রহমান। এই ব্যাটার দুর্দান্ত খেলছেন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল)।
লিগের অন্যকম সেরা দল লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে মাঠ মাতাচ্ছেন সাব্বির। এরইমধ্যে এবার ১০ ম্যাচে ৫১.২৫ গড়ে করেছেন ৪১০ রান। টুর্নামেন্টের অষ্টম সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ডিপিএলের এবারের আসরে তার স্ট্রাইক রেট ৮৩.৮৪।
এক সেঞ্চুরির সঙ্গে সাব্বিরের ব্যাট থেকে এসেছে ব্যাটে ছিল দুটি হাফসেঞ্চুরি। হয়তো আরও বেশি রান আসতে পারতো। অনেক সময় উইকেটে সময় কাটানোর পর ফিরেছেন ভলি শটে। তবে সাব্বির বুঝিয়ে দিয়েছেন তিনি ফুরিয়ে যান নি। লড়ে যাচ্ছেন। তার চোখ জাতীয় দলে।
সবশেষ জাতীয় দলের হয়ে এশিয়া কাপে খেলেছিলেন সাব্বির। বিশ্বকাপেও খেলার কথা ছিল। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দলে তাকে রাখেন নির্বাচকরা। কিন্তু বিশ্বকাপের মূল দলে জায়গা পাননি। তবে সেই ধাক্কা সামলে সাব্বির ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে নিজেকে দেখাচ্ছেন। লিজেন্ডস অব রূপগঞ্জের মিডল অর্ডারের অন্যতম ভরসা তিনি।
একটি গণমাধ্যমে সাব্বিরকে নিয়ে কোচ নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘মানসিকভাবেই নিজেকে পরিবর্তন করেছি। বিপিএলের পর ঘুরতে গিয়েছি। সেটাই আমাকে মানসিকভাবে ঠিক হতে সাহায্য করেছে। ওই সময় মাথায় রেখেছি, ডিপিএলে আমাকে ভালো করতেই হবে। সেটার সুফল পাচ্ছি।’
আবার সাব্বির বলছিলেন, ‘বিপিএলের আগে মাস্কো সাকিব একাডেমিতে এক মাস অনেক পরিশ্রম করেছি। অনেক বড় বড় কোচের সঙ্গে কাজ করেছি। কিন্তু ভালো করতে পারিনি। কারণ, আমি মোমেন্টাম অনুযায়ী খেলতে পারিনি। উইকেটে গিয়ে সেট হওয়ার সুযোগটাও আসলে ছিল না।’
সব মিলিয়ে পরিশ্রম করেই তুলছেন সাফল্য। আর দারুণ খেলছে তার দল লিজেন্ডস অব রূপগঞ্জ। গতবারের রানার্স আপরা এবার ১০ ম্যাচ শেষে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে। এবারও শিরোপা চোখ মাশরাফি বিন মর্তুজার রূপগঞ্জের!
Discussion about this post