ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ক্যারিয়ারে এরচেয়ে বড় দুঃসময় আসেনি তার। ইংল্যান্ড বিশ্বকাপে যারপরনাই হতাশ করেছেন তামিম ইকবাল। ব্যাটে রানই ছিল না তার। এরপর শ্রীলঙ্কা সফরেও হতাশ করেছেন বাংলাদেশের এ বাঁহাতি ব্যাটসম্যান।তারপরই সমালোচনায় পড়েন দেশসেরা এই ব্যাটসম্যান। যে কারণেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ছুটি চেয়ে বিশ্রামে যান তিনি। নিজেকে চাঙ্গা করতেই ক্রিকেট থেকে ছুটি নিয়ে নিজের মতো করে সময় কাটালেন। সেই পালা শেষে ফের ওপেনারকে দেখা গেল অনুশীলনে।
রোববার থেকে অনুশীলন শুরু করেছেন তামিম ইকবাল প্রথম দিন মিরপুর হোম অব ক্রিকেটের একাডেমি মাঠে প্রায় দেড় ঘন্টা নিজের ব্যাটিং ঝালিয়ে নিয়েছেন এই ব্যাটসম্যানর। তারপর গোপনেই মাঠ ছাড়েন। গণমাধ্যমের মুখোমুখি হননি তিনি।
তামিম বিশ্বকাপে ৮ ম্যাচে হাফসেঞ্চুরি করেন একটিতে। বিশ্বকাপের পরপর শ্রীলঙ্কা সফরে ওয়ানডে সিরিজে ৩ ম্যাচে করেন মাত্র ২১ রান। সবচেয়ে বেশি আলোচনায় পড়েছিলেন আউটের ধরণ নিয়ে। এ কারণেই খোদ সাকিব আল হাসান তাকে বিশ্রাম নিতে পরামর্শ দেন। অধিনায়কের পরামর্শ মেনে ক্রিকেট থেকে কিছুদিনের জন্য সরিয়ে নেন নিজেকে।
ছুটি শেষে ফের শুরু করলেন অনুশীলন। আগামী নভেম্বরে টাইগারদের ভারত মিশন। তার জন্যই প্রস্তুত হচ্ছেন তামিম।
Discussion about this post