ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিশ্বকাপে পরের ম্যাচ ২ জুলাই। প্রতিপক্ষ ভারত। তার আগে হাতে ঢের সময়। এ অবস্থায় ছুটির মেজাজে বাংলাদেশ দল। টিম ম্যানেজম্যান্ট সবাইকে দিলেন ৫ দিনের ছুটি।মঙ্গলবার থেকেই ছুটি শুরু হয়ে গেল সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজাদের।
ছুটির সময়ে কোন অনুশীলন নেই বাংলাদেশ দলের। টিম ম্যানেজমেন্টও থাকবেন বিশ্রামে। কেউ যাবেন বার্মিংহাম থেকে লন্ডন, ম্যানচেস্টারে আত্মীয় স্বজনের সঙ্গে করবেন দেখা, কাটাবেন সময়। বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান ফ্রান্সে বেড়াতে যাচ্ছেন। সঙ্গে স্ত্রী, কন্যা, বাবা-মা। তাদের সবাইকে নিয়ে প্যারিসে ঘুরে কাটাবেন তিনি।
সোমবার সাউদাম্পটনে আফগানদের ৬২ রানে হারানোর পর খোশ মেজাজেই আছে বাংলাদেশ দল। ৭ ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে সেমি-ফাইনালের লড়াইয়ে টিকে রয়েছেন মাশরাফিরা। বার্মিংহামে ভারতের ম্যাচের আগে চাঙ্গা হতেই এখন ছুটি উপভোগ করছেন ক্রিকেটাররা।
আগেও টাইগাররা পেয়েছিল ছুটি। সে সময় সাকিব, তমিমরা লন্ডনে আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরে বেড়ালেও অন্যরা কিন্তু ঠিকই করেন অনুশীলন। এবার আর তেমন চিত্র দেখা যাবে না। কেননা ক্রিকেটারদের আগামী কয়েকদিন ব্যাট-বলই হাতে নিতে হবে না!
Discussion about this post